Close Menu
iNews
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • স্বাস্থ্য
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ইতিহাস
    • ক্যাম্পাস
    • ক্যারিয়ার ভাবনা
    • Jobs
    • লাইফ হ্যাকস
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home জিনিয়া অপহরণ, রিমান্ডে জিজ্ঞাসাবাদে যা বললেন লুপা তালুকদার
জাতীয়

জিনিয়া অপহরণ, রিমান্ডে জিজ্ঞাসাবাদে যা বললেন লুপা তালুকদার

By জুমবাংলা নিউজ ডেস্কSeptember 13, 20204 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকা থেকে ফুল বিক্রেতা শিশু জিনিয়াকে (৯) পাচারের উদ্দেশ্যেই অপহরণ করা হয়েছিল বলে ধারণা করছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। তবে রিমান্ডে জিজ্ঞাসাবাদে লুপা তালুকদার দাবি করেছেন, ভূত তাড়াতে জিনিয়াকে নিয়ে গিয়েছিলেন। ডিবির রমনা জোনাল টিমের তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা গতকাল শুক্রবার এসব তথ্য জানান। এদিকে জিনিয়া অপহরণ মামলায় গ্রেপ্তার লুপাকে দুদিনের রিমান্ড শেষে গতকাল কারাগারে পাঠানো হয়েছে।  তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, লুপা তালুকদারের অতীত রেকর্ড ভালো নয়। নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে তার জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। যদিও তিনি অপহৃত শিশু জিনিয়াকে পাচার করার কথা অস্বীকার করেছেন। তার দাবি, তার ১৯ বছর বয়সী মেয়ে নদীর সঙ্গে জিন-ভূত আছে। কালীমন্দিরে গিয়ে তার মেয়ের ভূত তাড়ানোর জন্যই মেয়েটিকে নিয়ে গিয়েছিলেন তিনি।

ডিবির একাধিক কর্মকর্তা বলেন, জিনিয়া অপহরণের পেছনে লুপা তালুকদারের দেওয়া বক্তব্য বিশ্বাসযোগ্য নয়। তার যে খারাপ মতলব ছিল সে বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

জিনিয়া অপহরণের ঘটনায় গত সোমবার মধ্যরাতে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে নাজনীন আক্তার ওরফে লুপা বেগম ওরফে লুপা তালুকদারকে গ্রেপ্তার করে ডিবির রমনা জোনাল টিম। জিনিয়া

টিএসসি এলাকায় ফুল বিক্রি করে এবং মা সেনুয়া বেগমের সঙ্গে ওই এলাকাতেই থাকে। জিনিয়া নিখোঁজ হওয়ার পরদিন গত ২ সেপ্টেম্বর শাহবাগ থানায় একটি জিডি করেন তার মা।

ডিবির তদন্ত, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে, দুজন নারী ফুচকা খাওয়ায় জিনিয়াকে। টিএসসি এলাকায় তাকে নিয়ে ঘোরাফেরা করে। একপর্যায়ে কৌশলে তাকে বাসায় নিয়ে যায়। এ ঘটনায় সোমবার শাহবাগ থানায় অপহরণ মামলা হয়।

ডিবির রমনা জোনাল টিমের অতিরিক্ত উপকমিশনার মিশু বিশ্বাস গতকাল বলেন, ‘লুপাকে দুই দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এছাড়া জিনিয়ার ২২ ধারায় রেকর্ডকৃত বক্তব্যও গ্রহণ করা হয়েছে। সব তথ্য বিশ্লেষণ করে আমাদের কাছে মনে হয়েছে, জিনিয়াকে খারাপ কাজে ব্যবহারের উদ্দেশ্যেই লুপা ও তার কন্যা মিলে অপহরণ করেছিলেন।’

তদন্তসংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানান, লুপা তালুকদার ও তার মেয়ে দুজনেই মাদকাসক্ত। এ বিষয়ে জানতে চাইলে জিজ্ঞাসাবাদে লুপা তালুকদার দাবি করেছেন, তার ১৯ বছর বয়সী নদীর ওপর ভূতের আছর পড়েছে। আগুন ছাড়া থাকলেই জিন-ভূত ভর করে। এজন্য সবসময়ই তার হাতে সিগারেট কিংবা গাঁজার বিড়ি থাকত। তিনিও বসতঘর জিন-ভূত মুক্ত রাখার জন্য নেশা করতেন। এছাড়া জিনিয়াকে দত্তক নেওয়ার দাবি করলেও তার সপক্ষে কোনো তথ্যপ্রমাণ দিতে পারেননি লুপা। তার ভাষ্য, নদীর সঙ্গে থাকা জিন-ভূত তাড়ানোর জন্যই জিনিয়াকে নিয়েছিলেন।

কর্মকর্তারা জানান, জিনিয়া অপহরণের পেছনে লুপা ও তার মেয়ে নদীর অসৎ উদ্দেশ্য ছিল। কারণ মেয়েটিকে নিয়ে তারা উঠেছিল রাজধানীর প্রেস ক্লাব সংলগ্ন নিউ ইয়র্ক হোটেলে। সেখানে ২৮ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করেন তারা। তারপর সেখান থেকে নারায়ণগঞ্জের ফতুল্লায় নিয়ে যান। সেখানে গিয়ে জিনিয়ার নাম বদলে ফেলেন। হোটেলে ওঠার কারণ জানতে চাইলে লুপা গোয়েন্দা কর্মকর্তাদের কাছে দাবি করেন, ২৮ সেপ্টেম্বর তার দ্বিতীয় স্বামী সেবুল আহমেদ কাতার থেকে ফিরবেন এজন্যই হোটেলে উঠেছিলেন। জিজ্ঞাসাবাদকারী আরেক কর্মকর্তা জানান, মেয়েটিকে পাচার করার মতলব ছিল তাদের। এজন্যই তার নাম বদলে পরিচয় গোপনের চেষ্টা করেছিলেন।

এসব বিষয়ে জানতে চাইলে ডিবির রমনা জোনাল টিমের উপকমিশনার মো. আজিমুল হক বলেন, ‘দুদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদকালে লুপা তালুকদারকে খুবই ধূর্ত প্রকৃতির মনে হয়েছে। কোনো প্রশ্নেরই সঠিক উত্তর দেননি। একেক সময় একেক ধরনের উত্তর দিয়েছেন। যেগুলোর সঙ্গে অপহরণ ঘটনার কোনো মিল পাওয়া যায়নি। কখনো বলেছেন, তার মেয়ের ভূত তাড়ানোর কাজে ব্যবহারের জন্য জিনিয়াকে নিয়েছিলেন। কখনো বলেছেন, দত্তক নেওয়ার জন্য। যদিও এসব বিষয়ে কোনো তথ্যপ্রমাণ দিতে পারেননি। লুপা তালুকদারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে একাধিক জিডির কপি আমাদের হাতে এসেছে। সেসব বিশ্লেষণ করে জানা গেছে, তিনি সাংবাদিকতার পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

তিনি আরও  বলেন, ‘জিনিয়া অপহরণের কারণ বিষয়ে বরাবরই লুপা এলোমেলো তথ্য দিয়েছেন। কোনো সঠিক উত্তর পাওয়া যায়নি। কাজেই বিষয়টি দীর্ঘ তদন্তের দাবি রাখে।’

পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলকালী গ্রামের একাধিক বাসিন্দা জানান, স্কুলজীবন থেকেই লুপা ছিলেন উচ্ছৃঙ্খল প্রকৃতির। নকলের সহায়তায় টেনেটুনে এসএসসি পাস করলেও আর এগোতে পারেননি। তখন থেকেই মাদকসেবন ও ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন। বহুবিবাহ ও বিচ্ছেদে অভ্যস্ত হয়ে পড়েন। বাড়ির কাজের মেয়ে শাহিনুরের ওপর লুপার স্বামীর যৌন নিপীড়নের ঘটনা ফাঁস হয়ে পড়লে লুপা ও তার পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হয়ে শাহিনুর ও তার শিশুকন্যাকে শ্বাসরোধে হত্যার পর নদীতে ফেলে দেয়। এ ঘটনায় মামলা হলে লুপা তালুকদার, তার বাবা হাবিবুর রহমান নান্না মিয়া তালুকদার, দুই ভাই লিকন, লিটন, স্বামীসহ ১১ জন আসামি অভিযুক্ত হন। পরে নিজেদের আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত থাকার প্রচার চালিয়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ওই মামলা থেকে অব্যাহতি নেন।

সংশ্লিষ্টরা জানান, ওই হত্যা মামলা চলাকালে আদালতের বাথরুমে স্ট্রোক করে মারা যান লুপার বাবা নান্না তালুকদার। তার ভাই লিটন তালুকদার নেশাগ্রস্ত হয়ে মারা যান। বর্তমানে লুপার ভাই লিকন তালুকদার পারিবারিক বিশাল ভূসম্পত্তির মালিক। একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে তাদের পরিবারের তিন সদস্য ছিলেন শান্তি কমিটির সদস্য। তখন মুক্তিযোদ্ধাদের বাড়ি দখলের পাশাপাশি বিভিন্ন চর দখল করে তারা বিপুল ভূসম্পত্তির মালিক বনে যান। বহুবিবাহ ও মাদকাসক্ত হওয়ার কারণে পরিবারের সদস্যদের সঙ্গে লুপার তেমন যোগাযোগ নেই।  সূত্র : দেশ রূপান্তর

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
আন্তর্জাতিক বাণিজ্য মেলা

বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার

January 3, 2026
Vote

গণভোটে ‘হ্যাঁ’ দিলে যা হবে, ‘না’ ভোটে যা হবে

January 3, 2026
৭ জেলায় শৈত্যপ্রবাহ

৭ জেলায় শৈত্যপ্রবাহ: কুয়াশা-শীতের দাপট থাকবে কত দিন?

January 2, 2026
Latest News
আন্তর্জাতিক বাণিজ্য মেলা

বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার

Vote

গণভোটে ‘হ্যাঁ’ দিলে যা হবে, ‘না’ ভোটে যা হবে

৭ জেলায় শৈত্যপ্রবাহ

৭ জেলায় শৈত্যপ্রবাহ: কুয়াশা-শীতের দাপট থাকবে কত দিন?

ট্রাভেল এজেন্সি ব্যবসায়

অধ্যাদেশ জারি : অনলাইন ট্রাভেল এজেন্সির ব্যাংক গ্যারান্টি ১ কোটি টাকা

কেন্দ্রীয় ব্যাংক

বাংলাদেশে রিজার্ভ এখন কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক

বছরের প্রথম সুপারমুন

বছরের প্রথম ‘সুপারমুন’ দেখার অপেক্ষায় আকাশপ্রেমীরা

নির্বাচন

আগামী ৭২ ঘণ্টার মধ্যে জাপাকে নির্বাচনে সুযোগ দিলে ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি

ইউনিফর্ম

রাজশাহীতে স্ত্রীর টিকটকে পুলিশ ইউনিফর্ম, কনস্টেবল সাইফুজ্জামান প্রত্যাহার

বন্ধ

যেসব এলাকায় শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

হাসনাত

প্রশাসন মনে হয় বিএনপির দিকে ঝুঁকে গেছে : হাসনাত আবদুল্লাহ

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.