গতবার বিশ্ব র্যাপিড এবং ব্লিৎজ দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন ম্যাগনাস কার্লসেন। কিন্তু এই বছর ব্লিৎজ থেকে নাম সরিয়ে নিলেন বিশ্বের এক নম্বর এই দাবাড়ু। জিন্স পরে জরিমানার শিকার হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সম্প্রতি নিউইয়র্কে চলছে বিশ্ব র্যাপিড দাবা প্রতিযোগিতা। তাতেই নবম রাউন্ডের খেলায় অংশ নিতে কার্লসেন গিয়েছিলেন জিন্স পরে। তবে পোশাকবিধি লঙ্ঘন করায় তাকে এই রাউন্ডে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। তার ওপর ২০০ মার্কিন ডলার জরিমানা ধার্য হয়। এমনকি পোশাকবিধি না মানায় তাকে বাতিল ঘোষণা করা হয়। এরপরই কার্লসেন জানিয়ে দেন, তিনি ব্লিৎজ বিভাগেও অংশ নেবেন না।
এক সাক্ষাৎকারে কার্লসেন বলেন, ‘আমি ফিডেকে নিয়ে ক্লান্ত। এ বিষয়ে কথা বলতে চাই না। আমি আমার দেশের সকলের কাছে দুঃখ প্রকাশ করছি। তবে আমি মনে করি, যা হয়েছে তা বোকা বোকা নীতি। তবে এটাকে নিছক মজা ভাবছি না। আমি বলেছিলাম, পোশাক কাল বদলাব। কিন্তু আজই বদলের জন্য জোরাজুরি করা হয়।’
তিনি বলেন, ‘আমার কাছে এটা নীতির প্রশ্ন। আমার যা বয়স তাতে কোনটা ঠিক, কোনটা ভুল তা বোঝার ক্ষমতা আছে।’
এদিকে এক বিবৃতিতে ফিডে জানিয়েছে, ‘বিশ্ব র্যাপিড ও ব্লিৎজ দাবা প্রতিযোগিতায় পোশাকবিধিসহ যাবতীয় নিয়ম সকলের জন্য সমান। জিন্স পরে এসে কার্লসেন সেই বিধিভঙ্গ করেছেন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।