আন্তর্জাতিক ডেস্ক : জিপিএসের ভুলে প্রাণ হারাতে হলো এক ব্যক্তিকে। মেয়ের নবম জন্মদিনের অনুষ্ঠান শেষে বাড়িতে ফিরছিলেন ফিল প্যাক্সন (৪৭)। বাইরে তখন অন্ধকারে অঝোরে বৃষ্টির সাথে ঝোড়ো বাতাস বইছে। রাতের অন্ধকারে রাস্তা যাতে ভুল না হয় সে জন্য জিপিএস চালু করেছিলেন ফিল। কিন্তু এতেই কাল হল।
ফিল জিপিএসে নির্দেশিত রাস্তা অনুসরণ করে এগোচ্ছিলেন। কিছুটা যাওয়ার পরই একটি সেতুর ওপর গাড়ি নিয়ে উঠে পড়েন তিনি। গাড়ি একটু এগোতেই সেতু থেকে নদীতে আছড়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ফিলের। ঘটনাটি যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনার।
পুলিশ জানিয়েছে, সেতুটি নয় বছর আগেই ভেঙে দেওয়া হয়েছে। ফলে নদীর ওপরে গিয়েই সেতুটি শেষ হয়েছে। প্রবল বৃষ্টিতে সেটি আন্দাজ করতে পারেননি ফিল। ফলে গাড়ি নিয়ে নদীতে পড়ে যান তিনি। উত্তর ক্যারোলিনা স্টেট হাইওয়ে প্যাট্রোল মৃত্যুর ব্যাপারটি নিশ্চিত করেছে।
প্রাথমিক তদন্তে দুর্ঘটনার কারণ হিসেবে গতি, মাদক বা মদের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে গাড়ি চালানোর সময় ফিল জিপিএস অনুসরণ করছিলেন কিনা তা তদন্তকারীরা নির্ধারণ করতে পারেননি।
ফিলের পরিবারের অভিযোগ, সেতুটি যে বিপজ্জনক তার কোনো চিহ্ন ছিল না সেখানে। যদি থাকত, তা হলে হয়তো এ দুর্ঘটনার মুখে পড়তে হত না ফিলকে।
নিহতের স্ত্রী অ্যালিসিয়া প্যাক্সন শনিবার বলেন, ‘তিনি গুগল ম্যাপ ব্যবহার করেন কিন্তু তিনি সে নির্দেশনা ব্যবহার করেছেন কিনা আমার কোনো ধারণা নেই। ‘
অ্যালিসিয়া তার ফেসবুকে সেতুর ছবি শেয়ার করেছেন এবং লিখেছেন, ‘আমি চাই সবাই এরকম দুর্ঘটনা থেকে সচেতন থাকুক। ‘
ফিলের শাশুড়ি লিখেছেন, ‘এটি একটি সম্পূর্ণ প্রতিরোধযোগ্য দুর্ঘটনা ছিল, আমরা তার মৃত্যুতে শোকাহত। ‘
সূত্র : ইউএসএ ট্যুডে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।