জুমবাংলা ডেস্ক: ট্রেনের অবস্থান জানতে জিপিএস ট্র্যাকার, নিরাপত্তার স্বার্থে (ক্লোজড-সার্কিট) সিসি ক্যামেরা আর পরিবেশ বান্ধব বায়ো-টয়লেট সহ বেশকিছু সুবিধা প্রথমবারের মতো যুক্ত হলো রেলের বহরে। দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা ২২টি মিটারগেজ রেল কোচ এরই মধ্যে যুক্ত হয়েছে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে।
রেল কর্তৃপক্ষ বলছে, আধুনিক যাত্রীসেবা নিশ্চিতে পর্যায়ক্রমে মোট ১৪৭টি কোচ যুক্ত হবে বিভিন্ন রুটের আন্তনগর ট্রেনে।
আধুনিক রেল সেবার লক্ষ্যে দক্ষিণ কোরিয়া থেকে ১৪৭ টি মিটারগেজ কোচ কেনার সিদ্ধান্ত নেয় রেল মন্ত্রণালয়। এ পর্যন্ত ৫৮টি কোচ এসে পৌঁছেছে চট্টগ্রামের পাহাড়তলী কারখানায়। এরই মধ্যে কোরিয়ান ২২টি কোচ যুক্ত হয়েছে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী জানিয়েছেন, আমদানি করা এসব রেল কোচে প্রথমবারের মতো থাকছে জিপিএস ট্র্যাকার, নিরাপত্তায় সিসি ক্যামেরা, পানি সরবরাহ নিশ্চিতে অত্যাধুনিক রিজার্ভার, উড়োজাহাজের মতো পরিবেশবান্ধব বায়ো-টয়লেট সহ বেশকিছু সুবিধা।
বাংলাদেশ রেলওয়ে চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) মো. শহিদুল ইসলাম বলেন, নতুন কোচ দিয়ে ৮৯০ সিটের সুবর্ণ এক্সপ্রেস ট্রেন পরিচালনায়, যাত্রী সেবায় এসেছে নতুন মাত্রা।
২০১৭ সালের প্রকল্পের আওতায় এ বছরের মধ্যেই দক্ষিণ কোরিয়া থেকে ৮০ শতাংশ কোচ আনার কথা। পর্যায়ক্রমে সব কোচ আমদানির পর সোনার বাংলা এক্সপ্রেসসহ অন্যান্য আন্তনগর ট্রেনেও যুক্ত হবে। এতে ব্যয় ধরা হয়েছে ৬৫৮ কোটি ৮১ লাখ ৩০ হাজার টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।