বিনোদন ডেস্ক : চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ফল প্রকাশ হয়েছে। এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন চিত্রনায়িকা তমা মির্জার একমাত্র ছোট ভাই তূর্য মির্জা (মির্জা জুলহাস উদ্দিন আহমেদ তূর্য)। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ নায়িকা।
ঢাকা বোর্ডের অধীনস্থ ন্যাশনাল আইডিয়াল স্কুল থেকে বিজ্ঞান বিভাগের হয়ে এ রেজাল্ট অর্জন করেন তূর্য। তার এমন ফলাফলে বোন তমাসহ তার পুরো পরিবার অনেক খুশি।
ভাইয়ের এমন অর্জনে উচ্ছ্বসিত বোন তমা মির্জা বলেন, আমার একমাত্র ছোট ভাই হচ্ছে আমার সাত রাজার ধন। আমিসহ আমার পরিবারের সবাই অনেক বেশী খুশি। তবে পরীক্ষার আগে তূর্য বেশ অসুস্থ ছিল। ওর চোখে একটু সমস্যা হয়েছিল,সেইসাথে ব্যাক পেইনও ছিল। তাই ওকে নিয়ে একটু চিন্তায় ছিলাম আমরা। যে রেজাল্ট করেছে সেটাই আমাদের কাছে অনেক, আলহামদুলিল্লাহ।
ভাইয়ের বরাত দিয়ে তমা জানান, তূর্যর ইচ্ছা নটরডেম কলেজে ভর্তি হওয়ার। এটাই তার প্রথম পছন্দ। আর বড় হয়ে সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায়।
প্রসঙ্গত, রোববার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফেসবুক লাইভে মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। চলতি বছরে এসএসসিতে পাসের হার ৮৩ দশমিক ৭৫ শতাংশ। ঢাকা বোর্ডে পাশের হার ৮২.৩৪ শতাংশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।