জিমেইলে গুরুত্বপূর্ণ ই-মেইল স্প্যাম এড়ানোর সহজ উপায়

ই-মেইল স্প্যাম

দৈনন্দিন কাজের জন্য প্রতিদিন অসংখ্য ই-মেইল আদান-প্রদান করেন অনেকে। তবে অনেক সময় জিমেইলে অন্যদের পাঠানো গুরুত্বপূর্ণ ই-মেইলগুলো স্প্যাম ফোল্ডারে জমা হয়। এর ফলে ক্ষতিগ্রস্ত হন অনেকেই। তবে জিমেইলের সেফ লিস্টিং সুবিধা কাজে লাগিয়ে সহজেই নির্বাচিত ব্যক্তিদের ই-মেইল ঠিকানা বা ডোমেইন নাম যুক্ত করে তাঁদের পাঠানো ই-মেইলগুলো সরাসরি ইনবক্সে জমা রাখা যায়। নির্দিষ্ট ই-মেইল ঠিকানা বা ডোমেইন সেফ লিস্টে যোগ করার পদ্ধতি দেখে নেওয়া যাক।

ই-মেইল স্প্যাম

ই-মেইল ঠিকানা বা ডোমেইন সেফ লিস্টে যোগ করার জন্য প্রথমে জিমেইল অ্যাকাউন্টে লগইন করে ওপরের ডান কোণে থাকা সেটিংস আইকনে ক্লিক করতে হবে। এরপর ‘সি অল সেটিংস’ অপশন নির্বাচন করে ‘ফিল্টারস অ্যান্ড ব্লকড অ্যাড্রেস’ ট্যাব নির্বাচন করতে হবে। এবার নিচে থাকা ‘ক্রিয়েট আ নিউ ফিল্টার’ অপশনে ক্লিক করে যেসব ই-মেইল বা ডোমেইন ঠিকানা যুক্ত করতে হবে, সেগুলো ফিল্টার ফরমে লিখতে হবে।

এরপর ‘ক্রিয়েট ফিল্টার’ বাটনে ক্লিক করে ‘নেভার সেন্ড ইট টু স্প্যাম’ অপশন নির্বাচন করতে হবে। সবশেষে ‘ক্রিয়েট ফিল্টার’ অপশনে ক্লিক করে ফিল্টারটি সেভ করলেই নির্বাচিত ই-মেইল ঠিকানা বা ডোমেইন থেকে পাঠানো ই-মেইলগুলো সরাসরি ইনবক্সে জমা হবে।