ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক কাজে প্রতিদিন নিয়মিত ই–মেইল আদান-প্রদান করেন অনেকে। তবে অন্যদের পাঠানো ই–মেইলে বানান ভুল করাসহ ছবি বা ফাইল সংযুক্ত করতে ভুলে যান কেউ কেউ। এর ফলে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। এ সমস্যা সমাধানে ব্যবহারকারীদের সর্বোচ্চ ৩০ সেকেন্ডের মধ্যে পাঠানো ই–মেইল ফেরত আনার সুযোগ দিয়ে থাকে জিমেইল। জিমেইলে পাঠানো ই–মেইল ফেরত আনার পদ্ধতি দেখে নেওয়া যাক।
জিমেইলে পাঠানো ই–মেইল ফেরত আনার জন্য ব্রাউজার থেকে প্রথমে জিমেইল অ্যাকাউন্টে লগইন করতে হবে। এরপর ওপরের ডানদিকে থাকা গিয়ার আইকনে ক্লিক করতে হবে। এবার জিমেইলের সেটিংস অপশন চালু হলে সি অল সেটিংস ট্যাব নির্বাচন করতে হবে। এরপর সেটিংস পেজে জেনারেল ট্যাবের নিচে আনডু সেন্ড ট্যাবের পাশে সেন্ড ক্যানসেলেশন পিরিয়ড নামের একটি অপশন দেখা যাবে।
অপশনটির পাশে থাকা সময় নির্ধারণী বাক্সে ৫, ১০, ২০ বা ৩০ সেকেন্ড নির্ধারণ করার পর নিচে স্ক্রল করে সেভ চেঞ্জ অপশনে ক্লিক করতে হবে। এবার কোনো ই-মেইল পাঠানোর জন্য সেন্ড বাটনে ক্লিক করলেই সেটি ফিরিয়ে আনার জন্য ‘আনডু’ অপশন পাওয়া যাবে। এরপর আপনার নির্ধারণ করা সময়ের মধ্যে আনডু অপশনে ক্লিক করলেই পাঠানো ই-মেইলটি ফিরিয়ে আনা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।