বিনোদন ডেস্ক : বাংলাদেশের পাশাপাশি কলকাতার চলচ্চিত্রেও নিয়মিত অভিনয় করছেন মডেল ও অভিনেত্রী নুসরাত ফারিয়া। শরীর ফিট রাখতে নিয়মিত ফিটনেস সেন্টারে যান হালের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। হাজার ব্যস্ততার মাঝেও প্রতিদিন সকালে শরীর চর্চায় নেমে পড়েন তিনি।
সম্প্রতি শরীর চর্চা, ক্যারিয়ার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি বেসরকারি টিভি চ্যানেলের সাথে কথা বলেন নুসরাত ফারিয়া। সেখানে তিনি বলেন, সকালে ঘুম থেকে উঠে নাস্তা সেরেই আমি জিমে চলে আসি। প্রতিদিন অন্তত দুই ঘণ্টা শরীর চর্চা করি আমি।
ফারিয়া কবে বিয়ে করছে এবং স্বামী হিসেবে কেমন ছেলে তার পছন্দ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি আপাতত কাজ নিয়ে ব্যস্ত আছি। বিয়ে করার মতো সময় এখনও হাতে নেই। তবে আমি বিয়ে করলে সবাইকে জানিয়ে ধুমধাম করে বিয়ে করবো। স্বামী হিসেবে আমার সেই ছেলেকে পছন্দ যে আমাকে প্রচুর সময় দিবে। আমি যেখানে যাবো আমার সাথে সাথে যাবে তাকে আমি বিয়ে করবো।
এদিকে, শিগগিরই নতুন ছবির কাজ শুরু করতে যাচ্ছেন নুসরাত ফারিয়া। ভারতের নির্মাতা রাজা চন্দের পরিচালনায় ‘ভয়’ শিরোনামের এই ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন অঙ্কুশ হাজরা।
অন্যদিকে, মুক্তির অপেক্ষায় আছে শাকিব-ফারিয়া অভিনীত ‘শাহেনশাহ’ ছবিটি। শামিম আহমেদ রনীর পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন নবাগত রোদেলা জান্নাত, অমিত হাসান, ডিজে সোহেল, সাদেক বাচ্চু, আহমেদ শরীফ, শিবা সানু, ডন, মিশা সওদাগর প্রমুখ।
ভিডিও : চ্যানেল ২৪
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।