স্পোর্টস ডেস্ক : অভিষিক্ত রহমানউল্লাহ গুরবাজ ভালো শুরু এনে দিয়েছিলেন দলকে। যে ভিতের ওপর দাঁড়িয়ে হাত খুলে খেললেন নাজিবুল্লাহ জাদরান। ঝড় তুললেন মিরপুরে। সঙ্গে অভিজ্ঞ মোহাম্মদ নবীর ব্যাটিং। সব মিলে টস হেরে আগে ব্যাট করে জিম্বাবুয়েকে পাহাড় রানের চ্যালেঞ্জ ছুড়ে দিলো আফগানিস্তান।
শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৯৭ রানের পুঁজি গড়ে আফগানরা। টি-টোয়েন্টিতে যা তাদের ষষ্ঠ সর্বোচ্চ স্কোর।
অভিষিক্ত উইকেটরক্ষক রহমানউল্লাহ ২৪ বলে ৪৩ রানে ফিরেছিলেন জিম্বাবুয়ের বোলারদের দ্বিতীয় শিকার হয়ে। তার আগে হজরতউল্লাহ জাজাই ফেরেন ১৩ রানে। নাজিব তারাকাই (১৪), আসগর আফগানও (১৪) নিজেদের ইনিংস বড় করতে পারেননি। তবে নাজিবুল্লাহ জাদরান ও মোহাম্মদ নবী ঝড় বইলে দিলেন জিম্বাবুইয়ান বোলারদের ওপর।
ইনিংসে শেষ বলে নবী আউট হন। তার আগে এই জুটি যোগ করে ১০৭ রান। দুজন মিলে মেরেছেন ১০ ছক্কা। যার মধ্যে আছে টানা সাত বলে ৭ ছক্কা। ১৭তম ওভারে তেন্দাই চাতারাকে চারটি ছক্কা হাঁকান নবী। এরপর ১৮তম ওভারের প্রথম দিন বলে মাদজিভাকে টানা তিন ছক্কা হাঁকান নাজিবুল্লাহ জাদরান।
সব মিলে ৬ ছক্কায় ৫ চারে ৩০ বলে অপরাজিত ৬৯ রানের ইনিংস খেলেন নাজিবুল্লাহ। টি-টোয়েন্টি ক্যারিয়ারে যা তার সর্বোচ্চ। আর ১৮ বলে ৪ ছক্কায় ৩৮ রান করেন মোহাম্মদ নবী। জিম্বাবুয়ের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন চাতারা ও উইলিয়ামস।
ত্রিদেশীয় সিরিজে রশিদ খানের নেতৃত্বাধীন আফগানিস্তানের এটি প্রথম ম্যাচ। আর জিম্বাবুয়ের দ্বিতীয়। শুক্রবার প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশের কাছে ৩ উইকেটে হেরেছে জিম্বাবুয়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।