স্পোর্টস ডেস্ক: টানা তিন ম্যাচ হেরে আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল নেদারল্যান্ডস। তাই শেষ দুটি ম্যাচ ছিল তাদের জন্য নিয়মরক্ষার। কিন্তু বিশ্বকাপের চতুর্থ ম্যাচে এসে জিম্বাবুয়েকে হারিয়ে গ্রুপ-২ এর সেমির লড়াই জমিয়ে দিয়েছে ডাচরা। ম্যাচে জিম্বাবুয়ে জয় পেলে সেমির পথে একধাপ এগিয়ে যেত। এতে অনেকটাই কঠিন হয়ে পড়ত বাংলাদেশ ও পাকিস্তানের সেমিতে খেলার স্বপ্ন।
কিন্তু ডাচরা জিম্বাবুয়েকে পরাজিত করায় বাংলাদেশ ও পাকিস্তানের সেমিতে খেলার স্বপ্নটা আরেকটু উজ্জ্বল হল। এখন বাংলাদেশ ও পাকিস্তানকে তাদের নিজেদের কাজটুকু করতে হবে। বাংলাদেশকে বাকি দুটি ও পাকিস্তানকে বাকি দুটি ম্যাচ জিততে হবে।
বুধবার (২ নভেম্বর) অ্যাডিলেডের ওভালে ম্যাচটি অনুষ্ঠিত হয় বাংলাদেশ সময় সকাল ১০টায়। আগে ব্যাট করে ডাচ বোলারদের তোপে পড়ে মাত্র ১১৭ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। জবাবে ম্যাক্স ও’ডাউডের হাফ সেঞ্চুরিতে ১২ বল ও ৫ উইকেট হাতে রেখে ১২০ রান সংগ্রহ করে।
জিম্বাবুয়ের দেয়া টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ১৭ রানেই প্রথম উইকেট হারায় ডাচরা। দ্বিতীয় উইকেটে টম কুপার ও ম্যাক্স ও’ডাউড ৭৩ রানের জুটি গড়লে জয় পেতে বেগ পেতে হয়নি ডাচদের। টম কুপার দলীয় ৯০ রানে আউট হলে ভাঙে জুটি। এক রান পরই ফিরে যান কলিন অ্যাকারম্যান। জয় থেকে ৮ রান দূরে থাকতে ক্যারিয়ারের ১১তম হাফসেঞ্চুরি করে বিদায় নেন ম্যাক্স ও’ডাউড। ও’ডাউড ৪৭ বলে ৮ চার ও ১ ছয়ে করেন ৫২ রান।
এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি জিম্বাবুয়ে। স্কোরবোর্ডে ২০ রান করতেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে ফেলে তারা। তাদের রান যথাক্রমে ১, ৩ ও ৫। চতুর্থ উইকেটে শন উইলিয়ামসন ও সিকান্দার রাজা শুরুর ধাক্কা সামলানোর চেষ্টা চালান। কিন্তু ৪৮ রানের জুটি গড়ার পরই দলীয় ৬৮ রানে বিদায় নেন শন উইলিয়ামসন। এতে করে বিপদেই পড়ে যায় জিম্বাবুয়ে।
মাঝে রাজা একাই কিছুটা ব্যাট চালান। তবে দলীয় ৯২ রানে রাজা ২৪ বলে ৩ ছয় ও ৩ চারে ৪০ রান করে বিদায় নেন। এর দ্রুতই উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। শেষ পর্যন্ত রোডেশিয়ানরা ইনিংস শেষের ৪ বল আগে ১১৭ রানে অলআউট হয়ে যায়।
ডাচদের হয়ে পল ভ্যান মিকেরেন ৩টি, গ্লোভার, বেক ও লিডে ২টি করে এবং ক্লাসেন একটি উইকেট লাভ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।