স্পোর্টস ডেস্ক : তিন বা ততোধিক ওয়ানডে ম্যাচ সিরিজে সপ্তমবারের মত জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করতে চায় পাকিস্তান। চলমান ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে ২-০ ব্যবধানে এগিয়ে পাকিস্তান। আগামীকাল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে জিতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করতে চায় স্বাগতিকরা। অন্যদিকে শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়াতে চায় সফরকারী জিম্বাবুয়ে।
রাওয়ালপিন্ডিতে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১টায়। পাকিস্তানের উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান বলেন, ‘প্রথম দুই ম্যাচে আমরা ভালো খেলেছি। এই ধারাটা ধরে রাখতে চাই। হোয়াইটওয়াশ নিয়েও আমরা ভাবছি। ভালো খেলতে পারলে জয় আসবে। তখন হোয়াইটওয়াশও সম্ভব হবে।’
জিম্বাবুয়ের ওপেনার ব্রায়ান চারি জানান, ‘প্রথম ম্যাচে আমরা ভালো খেলেছি। টেইলর দারুন এক ইনিংস খেলেছে। দ্বিতীয় ম্যাচে আমরা তিন বিভাগেই ব্যর্থ হয়েছি। তবে তৃতীয় ম্যাচে ভালো খেলতে চাই। যাতে টি-টুয়েন্টির আগে, নিজেদের আত্মবিশ্বাসী করে তুলতে পারি।’
ওয়ানডেতে ৬১বার মুখোমুখি হয়েছে পাকিস্তান-জিম্বাবুয়ে। ৫৪বার জিতেছে পাকিস্তান, ৪বার জয় জিম্বাবুয়ের। ২০১৮ সালে জিম্বাবুয়ে সফরে গিয়ে পাঁচ ম্যাচের সিরিজ ৫-০ ব্যবধানে জিতেছিল পাকিস্তান। আর ২০১১ সালে সর্বশেষ জিম্বাবুয়ের মাটিতে তিন ম্যাচের সিরিজেও পাকিস্তান সব ম্যচ জিতেছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।