স্পোর্টস ডেস্ক : একদম প্রথম থেকে পাকিস্তানের বিশ্বকাপ দলের সমালোচনা করে আসছেন শোয়েব আখতার। গড়পরতা ম্যানেজমেন্ট-অধিনায়ক। এসব তার ভিডিওতে নিয়মিত শব্দ। তবে জিতলে আবার প্রশংসাও করেন। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে ১ উইকেটের হার কোনোভাবেই মেনে নিতে পারছেন না বিশ্বের সবচেয়ে দ্রুততম ডেলিভারির মালিক। একপ্রকার ধুয়েই দিলেন বাবর আজমদের।
নিজের ভিডিওতে সাবেক এই পেসার বলেন, ‘(জিম্বাবুয়ের কাছে হার) এটি খুব বিব্রতকর। গড়পড়তা মানের খেলোয়াড় এবং ম্যানেজমেন্টকে আরো নির্বাচন করুন। আমি খুবই হতাশ হয়েছি। জিম্বাবুয়ের কাছে হেরে যাওয়ার পর আপনি এখন যোগ্যতাই অর্জন করতে পারবেন না।’
রাওয়ালপিন্ডি এক্সপ্রেস তার তৃতীয় টুইটে প্রশ্ন করে লিখেছেন, ‘যদি জিম্বাবুয়ে থাকে তবে সবকিছু নিজে নিজেই হয়ে যাবে?, না। নিজে থেকে কিছু হয় না, সবকিছুই নিজেদের করতে হয়। জিম্বাবুয়ের কাছে হেরে গেছেন। আপনি বুঝতে পারছেন না যে, আপনার ক্রিকেট তলিয়ে যাচ্ছে। নির্বাচক থেকে শুরু করে পিসিবি চেয়ারম্যান… কারোরই বুদ্ধি নেই যে, কাকে বেছে নেওয়া উচিত, আর কাকে নয়। আপনার খেলানো উচিত চার বোলারকে কিন্তু আপনি খেলাচ্ছেন মাত্র তিন জন বোলার।’
পাকিস্তানের হারে নাখোশ হলেও ভারতকে খোঁচা মারতে ভুলেননি শোয়েব, ‘আমাদের মিডিয়ার কাছে জবাব দিতে হবে। ভারতকে জবাব দিতে হবে। আমরা এখন কী উত্তর দেব? এটা খুব অস্বস্থিকর। এখন দলের আর কিছুই বাকি নেই। জয়ের ম্যাচটা ভারতের হাতে তুলে দিয়েছেন। আমি আগেই বলেছিলাম যে, পাকিস্তান এই সপ্তাহে ফিরে আসবে এবং ভারতও সেমিফাইনাল খেলে ফিরে আসবে। একটু কঠিন দল এলেই ওদের হাওয়া বেরিয়ে যাবে। শুধু কয়েকটা দিনের অপেক্ষা।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।