Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : জিম্মি মুক্তির দাবিতে আবারও বিক্ষোভে উত্তাল ইসরাইল। রাজধানী তেল আবিবে জড়ো হন হাজার হাজার ইসরাইলি।
রোববার (১৬ জুন) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।
শহরের তেল আবিব স্কয়ারে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা। অবরোধ করেন শহরের প্রধান সড়কসহ বেশ কয়েকটি রাস্তা। তাদের দাবি, যেকোনো মূল্যে ফিরিয়ে আনতে হবে জিম্মিদের। আট মাস পার হয়ে গেলেও হামাসের কাছ থেকে জিম্মিদের ফিরিয়ে আনতে না পারায় নেতানিয়াহু সরকারকে চরমভাবে ব্যর্থ আখ্যা দেন বিক্ষোভকারীরা। বরাবরেই মতোই দাবি জানান তার পদত্যাগের। নেতানিয়াহুর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন বিক্ষোভকারীরা।
এর আগে, শনিবার (১৫ জুন) হামাসের প্রতিরোধে রাফায় ৮ ইসরাইলি সেনার মৃত্যুতে আরও জটিল হয়ে পড়ে পরিস্থিতি। আজ খবর পাওয়া গেছে, গাজায় অভিযানে ‘কৌশলগত বিরতি’ দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ)।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।