আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকার প্রাণী আশ্রয়কেন্দ্রে একটি জিরাফের বাচ্চার সঙ্গে কুকুরের বন্ধুত্ব হয়েছে। তাদের অসাধারণ সেই বন্ধুত্বের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে ভাইরাল হয়ে গেছে।
জানা গেছে, সে দেশের লিমপোপো প্রদেশে রয়েছে দ্য রাইনো অরফ্যানেজ। সেখানে সাধারণত অনাথ প্রাণীদের আশ্রয় দেওয়া হয়। মাসখানেক আগে ২-৩ দিনের একটি জিরাফের বাচ্চা পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। বাচ্চাটি উদ্ধার করে রাইনো অরফ্যানেজে রাখা হয়।
নিরাপত্তা ও চোরাশিকারিদের থেকে অরফ্যানেজের অন্য প্রাণীদের রক্ষার জন্য সেখানে থাকে একটি কুকুর। সেই কুকুরটিই এখন জিরাফের বাচ্চাটির সব থেকে কাছের বন্ধু। একে অপরের পাশে বসে থাকে তারা।
জিহ্বা দিয়ে চেটে দেয় একে অপরের গা। এইসব ঘটনার ছবি ও ভিডিও সম্প্রতি পোস্ট করা হয়েছে দ্য রাইনো অরফ্যানেজের ফেসবুক পেজ থেকে। তার পরই ভাইরাল হয়ে গেছে সেই ভিডিও। আর জিরাফ ছানার সঙ্গে কুকুরের এই বন্ধুত্ব মোহিত করেছে নেটিনজেনদের।
দেখুন সেই ভিডিও
https://www.facebook.com/TheRhinoOrphanage/videos/1786465641497926/
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।