জুমবাংলা ডেস্ক : বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকীর দিনই দলীয় কার্যালয়ে তালা ভেঙে প্রবেশ করেছে বিএনপির একাংশ।
শনিবার সকাল সোয়া ১১টায় হাতুড়ি দিয়ে তালা ভেঙে কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের ভেতরে প্রবেশ করা হয়। ইতোমধ্যে গণমাধ্যমের কাছে তালা ভাঙার ভিডিও ক্লিপ হাতে এসেছে। এ ঘটনায় খুলনা মহানগর বিএনপির গ্রুপিং অনেকটা প্রকাশ্যে রূপ নিয়েছে।
সূত্র জানায়, মহানগর বিএনপির এক শীর্ষ নেতার নির্দেশে দলীয় কার্যালয়ে তালা মেরে রাখা হয়েছে। এমন একটা দিনে পার্টি অফিসে তালা মেরে রাখা এবং একাধিকবার বলার পরও সেটা না খোলায় বাধ্য হয়েই তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেছে বিএনপির একাংশ।
মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে দুস্থ ও গরিবদের রান্না করা খাবার বিতরণের কর্মসূচি ছিল। এ সময় অনুষ্ঠানে যেসব বিএনপি নেতারা অতিথি হিসেবে এসেছিলেন তারা দলীয় কার্যালয়ে গিয়ে বসতে চেয়েছিলেন। কিন্তু দলীয় কার্যালয়ের তালা ছিল। একাধিকবার পিয়নকে তালা খুলে দেয়ার কথা বলা হলে ওপরের নিষেধ আছে বলে পিয়ন জানায়।
এক পর্যায় মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজা, সাবেক যুবদলের সভাপতি শফিকুল আনাম তুহিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি একরামুল হক হেলালের নেতৃত্বে দলীয় কার্যালয়ের তালা ভাঙা হয়।
মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজা বলেন, ‘এক নেতা’র নির্দেশ রয়েছে তালা যেন না খোলা হয়। কিন্তু দলীয় কার্যালয় কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। তাই আমি নিজে উদ্যোগ নিয়ে হাতুড়ি পিটিয়ে দলীয় কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করি।
নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, দলীয় কার্যালয়ে তালা ভেঙে প্রবেশ করা এক প্রকার নোংরামি। এর বাইরে তিনি এ বিষয়ে কিছুই বলতে চান না। সূত্র : যুগান্তর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।