Advertisement
জুমবাংলা ডেস্ক : জীবননগরে মারণভাইরাস করোনা আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত তিনি প্রাণ হারান। তিনি পৌর শহরের ১ নং ওয়ার্ডের সুবলপুর মহল্লার মাঝের পাড়ার মৃত খোদাবক্সের ছেলে গোলাম মোস্তফা (৩৭)।
গোলাম মোস্তফার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত ১২ জুন ফ্রিজের পানি খেয়ে ঠাণ্ডাজনিত সমস্যা দেখা দেয় এবং জ্বর আসে। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তার করোনা টেস্টে পজিটিভ বলে শনাক্ত হয়। ১৫ জুন তাকে বাড়ি নিয়ে যাওয়া হয়। সেখানেই চলে তার চিকিংসা। আজ বৃহস্পতিবার (১৭ জুন) রাত ৯টার দিকে তার শ্বাসকষ্ট দেখা দেয়। কিছু বুঝে ওঠার আগেই তার মৃত্যু হয়।
জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকন গোলাম মোস্তফার করোনায় মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, তার বাড়ি আগে থেকেই লকডাউনে আছে। প্রশাসনিকভাবে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।