স্পোর্টস ডেস্ক : কিছুদিন আগেই পর্তুগালের ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গী জর্জিনা রদ্রিগেজ যমজ এক ছেলে এবং এক মেয়ে সন্তানের জন্ম দেন। প্রসবের সময়ই মারা যায় ছেলেটি, তবে বেঁচে থাকে মেয়েটি। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছিলো চলতি বছরের এপ্রিলে।
ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে ফুটবলীয় অনেক বিষয়ের সঙ্গে নিজের ব্যক্তিগত বিষয় নিয়েও কথা বলেন ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার রোনালদো।
এছাড়া ক্লাব মালিকদের সমালোচনা এবং ম্যানেজার এরিক টেন হাগের সঙ্গে খারাপ সম্পর্ক নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছেন রোনালদো।
পিয়ার্স মরগানের প্রকাশিত সর্বশেষ ভিডিওতে দেখা যায়, পর্তুগিজ তারকা নিজের জীবনের সবচেয়ে কঠিন সময় হিসেবে তার ‘শিশু পুত্রের মৃত্যুর’ ঘটনাকেই উল্লেখ করেন
সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘আমার বাবা মারা যাবার পর এটিই সম্ভবত আমার জীবনের সবচেয়ে খারাপ মুহূর্ত।’
তিনি আরও বলেন, ‘আপনার সন্তান থাকলে আপনি সব কিছুই স্বাভাবিক চাইবেন। আপনার এমন কোন সমস্যা থাকলে তখন সব কিছুই আপনার জন্য কঠিন হয়ে যাবে। একজন মানুষ হিসেবে আমার এবং জর্জিনার জন্য মুহূর্তটি বেশ কঠিন ছিল। কেননা আমরা বুঝতে পারছিলাম না যে আমাদের বেলায় কেন এমনটি ঘটেছিল। সত্যি কথা বলতে, আমাদের জীবনের সেই সময়ে কি ঘটেছিল তা বোঝা খুব কঠিন ছিল।’
জমজ সন্তান জন্মের সময় একইসঙ্গে খুশি এবং ভারাক্রান্ত অবস্থায় ছিলেন বলে জানান রোনালদো। কারণ নবজাতক কন্যা তার জীবনে এসেছে, কিন্তু নবজাতক পুত্রটি বাঁচেনি।
তিনি আরও বলেন, ‘এটি ব্যাখ্যা করা কঠিন, অনেক কঠিন। আপনি যদি কাঁদেন, আপনি জানেন না, আপনি যদি হাসেন, আপনি জানেন না। কারণ এটি এমন কিছু, যেটি আপনি জানেন না কিভাবে প্রতিক্রিয়া জানাতে হয়। সত্যিই সেই মুহুর্তে আপনি জানেন না কি করতে হবে।’
৫০ দিনের যাত্রাপথ : উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশের ভেতর দিয়ে আসাম যাবে প্রমোদতরী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।