Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home জীবনে একবার হলেও এই ১০টি বই পড়া উচিত সবার
    অন্যরকম খবর জাতীয় শিক্ষা

    জীবনে একবার হলেও এই ১০টি বই পড়া উচিত সবার

    জুমবাংলা নিউজ ডেস্কDecember 27, 2019Updated:December 27, 20195 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক: লেখকদের মতে একজন মানুষকে সবকিছু থেকে পালাতে সাহায্য করে গল্প, উপন্যাস বা সাহিত্য। ইংরেজি ভাষায় যাকে বলা হয় ‘এস্কেপিজম’। এই পালিয়ে যাওয়ার বিষয়টি অন্য যেকোনো শিল্পের চেয়ে তীব্র ও শক্তিশালী।

    বর্তমান সময়ে অনেকের মধ্যেই আকারে বিশাল বা মোটা বইগুলো পড়ার ক্ষেত্রে অনীহা দেখা যায়। তবে ই-রিডারের এই যুগে হাজার হাজার শব্দকে পকেটে নিয়ে চলা অনেকটাই সহজ।

    চলুন এক নজরে দেখে নেওয়া যাক সাহিত্যের দুর্দান্ত কয়েকটি উপন্যাসের নাম, যা সবার পড়ার তালিকাতেই থাকা উচিত।

    ১. হারম্যান মেলভিলের ‘মোবি-ডিক (দ্য হায়েল)’

    যুক্তরাষ্ট্রের লেখক মেলভিলের ৭২০ পৃষ্ঠার বই ‘মোবি-ডিক (দ্য হোয়েল)’ এক অনবদ্য সৃষ্টি। কেন্দ্রীয় চরিত্র আহাবকে ঘিরে গড়ে উঠেছে এই বইয়ের গল্প। হোয়েলিং শিপ ‘পিকোড’ এর ক্যাপ্টেন হলেন আহাব। বিশালাকার হোয়াইট স্পার্ম তিমির বিরুদ্ধে প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠেন তিনি। কারণ এই তিমি তার হাঁটুর নীচ থেকে পায়ের অংশ নিয়ে গেছে।

    এজন্য তিনি পাগলের মতো সাগরে সেই তিমির অনুসন্ধান করে চলেন আহাব।

    গল্পের বর্ণনাকারী হলেন ইসমায়েল নামে এক নাবিক। এই বইয়ের অন্যতম জনপ্রিয় উক্তি হলো “আমাকে ইসমায়েল বলে ডাকুন।”

    পাণ্ডিত্যপূর্ণ, গভীর অর্থবহ এবং যুক্তরাষ্ট্রের অন্যতম জনপ্রিয় উপন্যাস হিসাবে বিবেচিত হয় ‘মোবি-ডিক (দ্য হোয়েল)’ বইটি।

    ২. হানিয়া ইয়ানাগিহারার ‘আ লিটল লাইফ’

    ম্যান বুকার পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল এই বইটি। উপন্যাসটি গড়ে উঠেছে চার বন্ধুর জীবনের গল্পকে ঘিরে। কলেজ থেকে স্নাতক শেষ করে তারা অনেক বড় স্বপ্ন নিয়ে নিউ ইয়র্ক শহরে যায়।

    এই বইয়ের চরিত্রগুলোর মধ্যে জেবি হলেন শিল্পী, উইলিয়াম একজন উচ্চাকাঙ্ক্ষী অভিনেতা এবং ম্যালকম একজন স্থপতি। আর জুড হলেন নিজের ক্ষতি করতে চাওয়া একজন আইনজীবী।

    জুডের রয়েছে একটি রহস্যময় অতীত। আর এই বইয়ে তার এই গল্পই বিশেষভাবে তুলে ধরা হয়েছে।

    গল্প এগিয়ে যাওয়ার সাথে সাথে জুডের দুর্ভোগ ও ক্ষয়ক্ষতির বিষয়টিও বেশি প্রকাশ পেতে থাকে। যেখানে কয়েক দশকের ঘটনা তুলে ধরা হয়েছে।

    ৩. জর্জ এলিয়টের ‘মিডলমার্চ’

    এলিয়টের মাস্টারপিস হিসাবে বিবেচিত উপন্যাস ‘মিডলমার্চ’  একটি কাল্পনিক শহরের বিভিন্ন শ্রেণীর মানুষের জীবন নিয়ে বিশ্লেষণ করেছে।

    ভূমি মালিক থেকে শুরু করে খামার বা কারখানার শ্রমিক পর্যন্ত সবার কথাই স্থান পেয়েছে বইটিতে।

    তবে মূল দৃষ্টিপাত করা হয়েছে দুটি চরিত্রের ওপর। একজন হলেন জেদি ও দৃঢ়-ইচ্ছাশক্তি সম্পন্ন ডোরোথিয়া ব্রুক এবং অপরজন আদর্শবাদী টারটিয়াস লিডগেট। তারা দুজনই বিপর্যস্ত বৈবাহিক জীবনের শিকার হয়েছিলেন।

    ১৯ শতকে লেখা হলেও বইটিতে রয়েছে অবিশ্বাস্যরকম আধুনিকতা বোধ। কারণ বইটিতে স্বাধীন ইচ্ছাশক্তির সীমাবদ্ধতা এবং এই ত্রুপিপূর্ণ পৃথিবীর একজন নৈতিক ব্যক্তি হয়ে ওঠার পথে নানা সংগ্রামের মতো বড় বিষয়গুলো ব্যাখ্যা করা হয়েছে।

    ৪. চার্লস ডিকেন্সের ‘ব্লিক হাউস’

    ডিকেন্সের দীর্ঘতম উপন্যাস ‘ব্লিক হাউস’। বইটি লেখা হয়েছে জার্নডাইস পরিবারের গল্পকে ঘিরে। যাদের আশা উত্তরাধিকারসূত্রে সম্পদ পাওয়া। কিন্তু বার বার ব্যর্থতার মুখে পড়ে সেই স্বপ্ন। কারণ জার্নডাইস অ্যান্ড জার্নডাইস মামলাটি দীর্ঘকাল ধরে আইনি মারপ্যাঁচের মধ্যে চলছে এবং প্রজন্ম থেকে প্রজন্ম ধরে চলে আসছে।

    মামলাটি এতোটাই জটিল হয়ে পড় যে বেঁচে থাকা উত্তরাধিকাররা এই মামলার কিছু বুঝে উঠতে পারে না।

    ডিকেন্স এই বইটিতে ‘কোর্ট অব চ্যান্সেরি’ নিয়ে ব্যঙ্গ করেছেন, যে আদালতে একটি মামলা কয়েক দশক ধরে চলতে পারে। উপন্যাসটিতে অসংখ্য চরিত্র রয়েছে এবং বেশ কয়েকটি পার্শ্ব কাহিনীও রয়েছে।

    ৫. মিগুয়েল ডি সার্ভান্তেসের ‘ডন কিয়োটে’

    ডন কিয়োটে একজন মধ্যবয়সী স্প্যানিশ ভদ্রলোক, যিনি বীরদের অনেক রোম্যান্স গাঁথা পড়েন। সেই থেকে তিনি তলোয়ার তুলে একজন ভবঘুরে বীর হয়ে ওঠার সিদ্ধান্ত নেন। নিজের পুরোনো ঘোড়া এবং বাস্তববাদী মানসিকতা নিয়ে বেরিয়ে পড়েন বিশ্বব্যাপী অভিযাত্রার উদ্দেশ্যে।

    ডন কিয়োটের বীরত্বপূর্ণ কাজের মধ্যে রয়েছে উইন্ডমিলের সাথে লড়াইয়ের চেষ্টা করা। যেগুলোকে তিনি দৈত্য ভেবে ভুল করেছিলেন, এমনকি এক পাল ভেড়ার বিরুদ্ধে লড়াইয়ে নামেন তিনি।

    প্রভাবশালী এই সাহিত্যকে প্রথম আধুনিক উপন্যাস হিসাবে বিবেচনা করা হয়।

    ৬. ডেভিড ফস্টার ওয়ালেসের ‘ইনফিনিট জেস্ট’

    ডেভিড ফস্টার ওয়ালেসের এই মহাকাব্যটি অদূর ভবিষ্যতের ডিস্টোপিয়াকে ঘিরে লেখা হয়েছে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো এই তিন দেশ উত্তর আমেরিকান জাতিগত সংস্থার অন্তর্ভুক্ত হয়।

    ডিস্টোপিয়া হল সাহিত্যের একটি শাখা। এই শাখায় এমন একটি কাল্পনিক রাষ্ট্রের রাজনৈতিক ও সামাজিক কাঠামো নিয়ে কথা বলা হয় যেখানে কেবল দুর্ভোগ আর অবিচারের রাজত্ব।

    মূল গল্পটি শুরু হয় একটি টেনিস একাডেমি এবং মাদকাসক্ত নিরাময় সংস্থাকে কেন্দ্র করে।

    বইটি, এর পরীক্ষামূলক কাঠামোর জন্য বেশ জনপ্রিয়। যেখানে ৩৮৮টি এন্ডনোটস রয়েছে যার মধ্যে কয়েকটির নিজস্ব পাদটীকা রয়েছে।

    ৭. লিও টলস্টয়ের ‘ওয়ার অ্যান্ড পিস’

    টলস্টয়ের মহাকাব্যটি রাশিয়ার নেপোলিয়ন যুগকে কেন্দ্র করে লেখা হয়েছে। যুদ্ধক্ষেত্র এবং হোম ফ্রন্টের মধ্যে তিনটি কুখ্যাত চরিত্রকে ঘিরে এগিয়েছে এই বইয়ের গল্প।

    চরিত্র তিনটি হলো- পেরে বেজুখভ, একজন কাউন্টের অবৈধ পুত্র যিনি নিজের উত্তরাধিকারের জন্য লড়াই করছেন; প্রিন্স আন্দ্রেই বলকনস্কি, যিনি নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধ করতে তাঁর পরিবারকে ছেড়ে চলে এসেছেন এবং নাতাশা রোস্তভ, একজন অভিজাত ব্যক্তির সুন্দরী অল্পবয়সী মেয়ে।

    টলস্টয় একইসাথে সেনাবাহিনী এবং অভিজাতদের উপর যুদ্ধের প্রভাব কেমন হয়, সেটি ফুটিয়ে তুলেছেন।

    ৮. স্টিফেন কিং এর ‘দ্য স্ট্যান্ড’

    দ্য স্ট্যান্ড বইটি হলো একটি পোস্ট অ্যাপোক্যালিপটিক হরর-ফ্যান্টাসি ঘরানার বই। যেখানে বায়োলজিক্যাল ওয়ারফেয়ার বা জৈব যুদ্ধের জন্য বিভিন্ন অসুখের দ্রুত পরিবর্তনশীল জীবাণু নিয়ে গবেষণা করার কথা বলা হয়।

    দুর্ঘটনাক্রমে সেই জীবাণুগুলো একদিন একটি সুরক্ষিত গবেষণাগার থেকে বের হয়ে যায় এবং এই মহামারীতে বিশ্বের ৯৯ শতাংশেরও বেশি মানুষ মারা যায়।

    বইটির দুটি বিকল্প সমাপ্তি রছেছে। ১৯৭৮ সালে প্রথম প্রকাশিত ৮০০ পৃষ্ঠার মূল সংস্করণে সমাপ্তি ছিল এক রকম। সেই সময় প্রকাশকরা এর চাইতে বড় পাণ্ডুলিপি মুদ্রণ করতে পারতেন না।

    তবে ১৯৯১ সালের পরে, পূর্ণ এবং অপরিবর্তিত সংস্করণ প্রকাশ করা হয় যা ভক্তদের মধ্যে আরও আশার সঞ্চার করে।

    ৯. বিক্রম শেঠের ‘এ সুটেবল বয়’

    বিক্রম শেঠের ‘এসুটেবল বয়’ উপন্যাসটি ১৯৫০-এর দশকের গোড়ার দিকে ভারতবর্ষ বিভাজনের পরের প্রেক্ষাপট নিয়ে লেখা হয়েছে। যেখানে তুলে ধরা হয়েছে চারটি একান্নবর্তী পরিবারের ১৮ মাসের গল্প।

    গল্পের চরিত্র মিসেস রুপা মেহরার একমাত্র মেয়ে লতার জন্য একজন ‘উপযুক্ত পাত্র’ খুঁজে পাওয়ার প্রচেষ্টাকে কেন্দ্র করে গল্প এগিয়ে যায়।

    ১০. মার্সেল প্রুস্টের ‘ইন সার্চ অব লস্ট টাইম’

    প্রাউস্টের মহাকাব্য ‘আ লা রিচার্চে দু টেম্পস পারদু’ (মূল ফরাসী শিরোনাম) বইটির পৃষ্ঠা সংখ্যা তিন হাজারেরও বেশি। যাকে ১৩টি ভলিউমে ভাগ করা হয়েছে। বইটির মোট শব্দ সংখ্যা প্রায় ১৩ লাখের মতো। এটি এখন পর্যন্ত দীর্ঘতম উপন্যাস হিসাবে গিনেস বুক অফ ওযয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে। বইটির গল্প লেখকের শৈশবের স্মৃতি এবং যৌবনের অভিজ্ঞতাগুলোকে কেন্দ্র করে গড়ে উঠেছে। সূত্র: বিবিসি বাংলা

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    Related Posts
    Amanullah

    জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ৫০ হাজার ফ্রিল্যান্সার তৈরি করতে চান ভিসি আমানুল্লাহ

    August 19, 2025

    নির্দোষ মানুষ কোনোভাবেই যেন হয়রানির শিকার না হয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

    August 18, 2025
    NBR

    এনবিআরের আরও চার কর্মকর্তা বরখাস্ত

    August 18, 2025
    সর্বশেষ খবর
    Huawei Mate XT Ultimate

    Huawei Mate XT Ultimate Review: Redefining Foldable Boundaries

    grow a garden cooking recipes roblox

    Roblox Grow a Garden Vegetable Plants Guide: Master the Beanstalk Event

    Alien: Earth Episode 3 Release Date, Schedule, and Viewing Details

    Alien: Earth’s New Xenomorph Nicknamed “Bear” by Fans: Here’s Why

    Samsung Galaxy S26 Pro

    Samsung Galaxy S26 Pro Rumors Point to Compact Powerhouse in 2026 Lineup

    Peacemaker Season 2 Review Examines Trauma and Redemption Themes

    Peacemaker Season 2: Your Essential Viewing Guide for the DCU Return

    Gal Gadot's Snow White Box Office Failure Sparks IDF Controversy

    Gal Gadot Faces Backlash After Blaming Snow White Flop on Israel-Palestine Controversy

    Hilsha

    ভরা মৌসুমেও চড়া ইলিশের বাজার

    AirDrop

    AirDrop Not Working? 5 Proven Fixes for iPhone & Mac Users

    Brazil Beef Exports to US Plunge 80% as Argentina Surges 46%

    US Beef Prices Hit Record High as Trump Tariffs Bite, Breaking Campaign Promise

    Jamaat

    জামায়াতে যোগ দিলেন যুবদলের ছয় নেতাকর্মী

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.