পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। বিশ্বজুড়েই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার অগণিত দর্শক। বাংলাদেশেও নেহাত কম নয় গায়কের ভক্তের সংখ্যা। প্রতিনিয়তই কনসার্টে গান গেয়ে শ্রোতা-দর্শক মাতান তিনি। চলতি বছর দ্বিতীয়বারের মতো ঢাকায় এসে শুক্রবার মঞ্চ মাতিয়ে গেলেন এই জনপ্রিয় শিল্পী। ‘ম্যাজিকাল নাইট ২.০’ শিরোনামের একটি কনসার্ট আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন।
রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই কনসার্ট। এদিকে দেশের তারকামহল থেকে অনেকেই এ কনসার্টে গিয়েছিলেন। তবে আতিফ আসলামের কনসার্টে ঢুকতে পারেননি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। এক পোস্ট দিয়ে শবনম ফারিয়া লিখেন, আচ্ছা তোমার জীবনে সব ধরনের অভিজ্ঞতার প্রয়োজন! আমি একটি নতুনের মুখোমুখি হয়েছি! আর্মিরা বলার পরও কনসার্টে ঢুকতে দিলো না, ভেতরে লোক আছে রিসিভ করার জন্য, খালি গেটের সামনে যেতে দিন! অথবা আপনারা কেউ আমার সাথে দরজার দিকে আসেন!
তিনি আরও লিখেন, বসুন্ধরা থেকে আর্মি স্টেডিয়ামে পৌঁছাতে আমার ৪ ঘণ্টা লেগেছে, শুধু ট্রাফিক কল্পনা করুন। এখন জানি না নিরাপত্তা নিয়ে কঠোর বলে সেনাবাহিনীর প্রশংসা করব, নাকি কনসার্টে ঢুকতে না পেরে দুঃখ পাব! একটি সুন্দর পোশাক এবং ১ ঘণ্টা মেকআপের কী অপচয়। প্রচুর ট্রাফিকের কারণে আমি একটু দেরি করে ফেলেছি। ধুর, দয়া করে কল্পনা করা বন্ধ করুন যে সবকিছু রাজনীতির সঙ্গে সম্পর্কিত।
পোস্টের কমেন্ট বক্সে রাসেল তালুকদার নামে একজন মজা করে লিখেছেন, আপনি কি মেকাপ ছাড়া গিয়েছিলেন?’ এই কমেন্টের জবাবে অভিনেত্রী বলেন, ‘ভালো বলেছেন, না আমি মাস্ক পরা ছিলাম।’
মহিন আবদুল মান্নান নামে এক নেটিজেনের ভাষ্য, না ঢুকতে দেওয়ার কারণ কী ছিল সেটাও বলেন, আমাদের জন্যও বুঝতে সুবিধা হতো।
প্রসঙ্গত, সর্বশেষ গত এপ্রিলে ঢাকায় এসে দর্শকদের গান শুনিয়ে গেছেন আতিফ আসলাম। ‘লেটস ভাইভ আর্ট অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল’ শিরোনামের কনসার্টে গেয়ে শোনান ‘ও লামহে’, ‘তেরে বিন’, ‘পেহলি নাজার ম্যায়’, ‘তেরে লিয়ে’সহ তার গাওয়া জনপ্রিয় বেশ কিছু গান।
নৌবাহিনীর বহরে যুক্ত হলো ‘বানৌজা বিশখালী’ নামে আরও ১টি যুদ্ধজাহাজ
সেই কনসার্টে আতিফের সঙ্গে পারফর্ম করেন বাংলাদেশের আহমেদ হাসান সানি, ব্যান্ড কাকতাল, ফিরোজ জং ও কার্নিভ্যাল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।