নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে জীবন্ত উটপাখি নিয়ে প্রচারণা চালানোর অভিযোগে এক কাউন্সিলর প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন।
সোমবার (২২ নভেম্বর) গাজীপুর জেলা নির্বাচন ও ও কালিয়াকৈর পৌরসভা নির্বাচন রিটানিং কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ স্বাক্ষরিত নোটিশে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়েছে, কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে এক নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. সোহেল হোসন। তিনি এ নির্বাচনে উটপাখি প্রতীক বরাদ্দ পেয়েছেন। বরাদ্দের পর থেকেই তিনি প্রতিদিন এলাকায় তার প্রচারণা করতে জীবন্ত উটপাখি ব্যবহার করছেন। বিষয়টি বিভিন্ন পত্রিকায় প্রচারিত হয়েছে। যা নির্বাচন বিধি লঙ্ঘন।
এ বিধি লঙ্ঘনের দায়ে ওই প্রার্থীর বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা এবং চূড়ান্ত পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে না, তা জানতে চেয়ে নোটিশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
বিষয়টি জানতে প্রার্থীর কাছে একাধিকবার মোবাইল ফোনে কল করলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।