জুমবাংলা ডেস্ক : দেশ বর্তমান করোনা পরিস্থিতির মধ্যে জীবাণুনাশক টানেল নিয়ে রমরমা ব্যবসা শুরু হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন, এগুলো ব্যবহারে জীবাণুমুক্ত তো হয়ই না বরং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। শিগগিরই এসব ব্যবহার বন্ধের তাগিদ দিয়েছেন তারা। এ বিষয়ে পদক্ষেপ নিতে এরই মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
মসজিদ, গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনা, শপিংমল সব জায়গায় বসেছে জীবাণুনাশক টানেল। কিন্তু এতে যে রাসায়নিক স্প্রে করা হচ্ছে, তা কি নিরাপদ?
এ নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, কোন মানুষের শরীরে জীবাণুনাশক প্রয়োগ করা উচিত নয়। এছাড়া, এতে করোনা সংক্রমণের আশঙ্কাও কমে না। বরং মানুষের চোখ ও ত্বক ক্ষতিগ্রস্ত হতে পারে।
বিশেষজ্ঞদের মত, এসব টানেলের ভেতর দিয়ে প্রবেশ করলে প্রত্যেকের ফলস সেফটির ধারণা তৈরি হতে পারে। এর প্রভাব আরো বেশি ক্ষতিকর। এগুলো দ্রুত বন্ধ করা উচিত।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জীবাণুনাশক টানেল স্থাপনের কোন নির্দেশনা দেয়া হয়নি। এছাড়া, বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এটি বন্ধ করে দিতে বলেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।