আন্তর্জাতিক ডেস্ক : জীবিত শিশুর জন্ম দিলেন করোনায় মারা যাওয়া নার্স
নভেল করোনাভাইরাসে মারা গেছেন অন্তঃসত্ত্বা নার্স। কিন্তু সন্তানকে দেখে যেতে পারলেন না তিনি। মৃত্যুর পরই এই নারী জন্ম দেন জীবিত শিশু। খবর সিএনএনের।
ম্যারি আগিয়েওয়া আগিয়াপং নামে ২৮ বছর বয়সী এই স্বাস্থ্যকর্মী পাঁচ বছর ধরে যুক্তরাজ্যের লুটন অ্যান্ড ডান্সট্যাবল ইউনিভার্সিটি হাসপাতালে কর্মরত ছিলেন। রবিবার সেখানেই মারা যান তিনি।
হাসপাতালটির একজন মুখপাত্র জানান, ম্যারির শিশুটি ভালো আছে। তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় ৭ এপ্রিল হাসপাতালে ভর্তি হয়েছিলেন ম্যারি। তার স্বামীও সেলফ আইসোলেশনে আছেন। তাকে ইতিমধ্যে কভিড-১৯ পরীক্ষা করা হয়েছে।
ম্যারির প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়েছেন সহকর্মীরা। তার পরিবারের প্রতি সহায়তার জন্য অনলাইনে একটি পেইজও খোলেন তারা। বুধবার সকাল পর্যন্ত সাড়ে ৪ হাজার পাউন্ড সংগ্রহ হয়েছে ওই তহবিলে।
এই তরুণীর এক সাবেক সহকর্মী জানান, ম্যারি একজন নার্স হিসেবে দেশের স্বাস্থ্য ব্যবস্থার জন্য নিজেকে উৎসর্গ করে দিলেন।
এদিকে যুক্তরাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখের কাছাকাছি। এর মধ্যে মারা গেছেন প্রায় ১২ হাজার ৯০০ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।