জুমবাংলা ডেস্ক : ফরিদপুরের নগরকান্দায় এমএম জুট মিলের অভ্যন্তরে যৌথবাহিনীর বিশেষ অভিযানে অবৈধভাবে মজুতকৃত বিভিন্ন কোম্পানির ৯১৮ বোতল গ্যাস সিলিন্ডারসহ হেলাল উদ্দিন জাকারিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১২ এপ্রিল) উপজেলার তালমা ইউনিয়নের সদরবেড়া এলাকার এমএম জুট মিলে এ অভিযান চালানো হয়। এ সময় কারখানাটির ভেতরে থাকা দুটি ট্রাক ও একটি গ্যাসের ট্যাংক লরি জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত হেলাল উদ্দিন জাকারিয়া
অভিযানকালে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির, সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তানভীর হাসান, সহকারী বিস্ফোরক পরিদর্শক ইশরাক উদ্দিনসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এমএম জুট মিলে অভ্যন্তরে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন কোম্পানির মোড়ক নকল করে গ্যাস সিলিন্ডার বাজারজাতের অভিযোগ রয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই যৌথবাহিনী অভিযান চালায়।
জানা গেছে, দুবাই বাংলা এলপি গ্যাস লিমিটেড ইউনিট-২ ডিলার আব্দুল মজিদ ফিলিং স্টেশন। যাহার স্বত্বাধিকারী এমএম জুট মিলের মালিক মোস্তাক আহমেদ। পাম্পটি ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার তালমার মোড়ে অবস্থিত। পাশাপশি দুই প্রতিষ্ঠানের মালিক একই ব্যক্তি হওয়ার সুবাদে পাম্পের গ্যাস নিয়ে জুট মিলের অভ্যন্তরে বোতলজাত করে তা বাজারে উচ্চ মূল্য বিক্রি করে আসছিল।
এ ব্যাপারে জুট মিলের মালিক মোস্তাক আহমেদ পলাতক থাকায় ও মুঠো ফোন বন্ধ থাকায় তার বক্তব্য জানা যায়নি।
নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।