জুমবাংলা ডেস্ক : আগামী জুনের মধ্যে টেলিফোন শিল্প সংস্থাকে (টেশিস) লাভজনক করার লক্ষ্যমাত্রা নিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এজন্য বিগত ৫ বছরের আয়-ব্যয়ের বিশ্লেষণ করে আগামী ৫ মাসের পরিকল্পনা তৈরির নির্দেশনা দিয়েছেন প্রতিমন্ত্রী। এর ভিত্তিতে টেশিস’কে লাভজনক করতে পারবেন বলে বিশ্বাস পলকের।
সোমবার (২২ জানুয়ারি) গাজীপুরের টঙ্গিতে টেশিস পরিদর্শনকালে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।
এ সময় পলক বলেন, আমি টেশিসের প্রত্যেকটা ফ্লোর, অপারেশন্স রুম, অ্যাসেম্বলিং প্ল্যান্ট ঘুরে দেখেছি। আমি বুঝতে চেয়েছি, আমাদের সম্পদ ও সক্ষমতা কতটুকু আছে, সমস্যা ও সংকট কতটুকু আছে এবং সেই যায়গা থেকে আমরা সম্ভাবনার দিকে কতটুকু এগিয়ে যেতে পারি। আমার কাছে মনে হয়েছে- আমাদের মেধা, শ্রম ও অর্থের অপচয় রোধ করে সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে আমরা প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করলে সেই লক্ষ্য অর্জন সম্ভব হবে।
কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আমি বিশ্বাস করি টেশিসের কর্মকর্তারা দেশের ও মানুষের কষ্টার্জিত ট্যাক্সের টাকা অপচয় করবেন না বা অলাভজনক খাতে বিনিয়োগ করবেন না। আমরাও চাইবো একটা গর্বিত প্রতিষ্ঠানের সদস্য হতে, যারা দেশ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখতে পারে। আমি যেটা উপলব্ধি করছি- আমাদের অপারেশন্স, ম্যানেজমেন্ট, প্রোডাকশন, মার্কেটিং ও আফটার সেলস সার্ভিসিং এর জায়গাগুলোতে উন্নতি করতে না পারলে আমরা প্রোডাক্ট সেলস বা বিনিয়োগ বাড়াতে পারব না।
পলকের পরিদর্শনকালে মন্ত্রণালয় এবং টেশিসের উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।