জুমবাংলা ডেস্ক: দেশের বর্তমান করোনা পরিস্থিতিতে চলতি বছরের এসএসসি পরীক্ষা জুনে এবং এইচএসসি পরীক্ষা আগস্টে নেয়ার পরিকল্পনা শিক্ষাবোর্ডের। এবার সব বিষয়ের পরীক্ষা নেয়ার প্রস্তুতিই নেয়া হচ্ছে। এজন্য প্রশ্নপত্র তৈরির কাজ শুরু হয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
গত বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষা হয় সংক্ষিপ্ত সিলেবাসে। গ্রুপভিত্তিক তিনটি বিষয়ের ওপর নেয়া হয় এই পরীক্ষা।
এদিকে, চলতি বছরের এসএসসি-এইচএসসি পরীক্ষা কীভাবে হবে তা নিয়ে চিন্তায় অভিভাবক এবং শিক্ষার্থীরা।
বোর্ড বলছে, সব বিষয়ে পরীক্ষা নেয়ার লক্ষ্যেই প্রশ্নপত্র তৈরি করা হচ্ছে। এর মধ্যে জুনে এসএসসি এবং আগস্ট বা সেপ্টেম্বরে এইচএসসি পরীক্ষা নেয়ার পরিকল্পনা। তবে সবকিছু নির্ভর করবে করোনা পরিস্থিতির ওপর।
আন্তঃশিক্ষাবোর্ড এর সমন্বয়ক অধ্যাপক নেহাল আহমেদ বলেন, এই পরীক্ষার জন্য আগেই সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। সেই সংক্ষিপ্ত সিলেবাসেই ক্লাস হবে। সেই সঙ্গে অ্যাসাইনমেন্টও দেয়া হবে।
জাফর ইকবালের যে কথায় টানা ১ সপ্তাহের অনশন ভাঙেন আন্দোলনকারী শিক্ষার্থীরা
শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়নের জন্য সব বিষয়ে পরীক্ষা নেয়ার পক্ষে মত অনেক শিক্ষকের। অগ্রাধিকার ভিত্তিতে পরীক্ষার্থীদের সশরীরে ক্লাস নেয়ার আহ্বানও তাদের।যেসব স্কুল-কলেজের সামর্থ্য আছে তাদের অনলাইনে ক্লাস নেয়ার পরামর্শ বোর্ডের। সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে অ্যাসাইনমেন্ট করার তাগিদ দেয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।