‘গ্যাংস্টার’ ছবির ‘ইয়া আলি…’ গান গেয়ে গোটা ভারতর্ষের নজর কেড়ে নিয়েছিলেন জুবিন গর্গ। যা ছড়িয়ে পড়েছিল সীমানা পেরিয়ে কোটি কোটি সঙ্গীতপ্রেমীর কণ্ঠে। সেই গায়কের অকাল মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসছে সঙ্গীত মহলে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংইয়ের সময় দুর্ঘটনার শিকার হয়ে ৫২ বছরে প্রাণ হারালেন এই জনপ্রিয় গায়ক।
মৃত্যুর আগে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন। যা রীতিমতো ভাইরাল।
ভারতীয় গণমাধ্যমের খবর, উত্তর-পূর্ব ভারতের সংস্কৃতি তুলে ধরার উদ্দেশ্যে তিনদিনব্যাপী ‘নর্থ ইস্ট ফেস্টিভ্যালে’ যোগ দিতে সিঙ্গাপুরে যান জুবিন। এই উৎসবের সাংস্কৃতিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন তিনি। শনিবারই পারফর্ম করার কথা ছিল তার। তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের আমন্ত্রণ জানিয়েছিলেন সিঙ্গাপুরের ‘নর্থইস্ট ফেস্টিভ্যাল’–এ ।
তিনি লিখেছিলেন—
সিঙ্গাপুরের বন্ধুরা… আগামী ২০ সেপ্টেম্বর আমার জনপ্রিয় অহমিয়া, বাঙালি ও হিন্দি গানের ডালি নিয়ে আপনাদের সামনে মঞ্চে হাজির হব… সবাই আসবেন এবং আমাদের ভরসা বাড়াবেন!
বলিউডের ছবিতে সিডনি সুইনিকে প্রস্তাব, পারিশ্রমিক ৬৫০ কোটি টাকা!
দু’দিনের সেই উৎসবে উত্তর-পূর্ব ভারতের শিল্প, সংস্কৃতি, নৃত্য, সংগীত, চা ও হস্তশিল্প তুলে ধরার কথা ধরা হবে বলেও তিনি জানিয়েছিলেন।
সাংস্কৃতিক দূত হিসেবে তিনি আশ্বাস দিয়েছিলেন, “আমি থাকব দু’দিনই।” কিন্তু ভাগ্যের পরিহাস—সেই মঞ্চে আর ওঠা হল না তার।
জেনে রাখুন-
১. জুবিন গর্গ কিভাবে মারা যান?
সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করার সময় দুর্ঘটনার শিকার হয়ে ৫২ বছর বয়সে মারা যান তিনি।
২. মৃত্যুর সময় জুবিন গর্গ কোথায় ছিলেন?
তিনি ‘নর্থ ইস্ট ফেস্টিভ্যাল’-এ অংশ নিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন এবং সেখানেই দুর্ঘটনা ঘটে।
৩. জুবিন গর্গ কোন গানের জন্য সবচেয়ে বেশি জনপ্রিয়?
‘গ্যাংস্টার’ ছবির বিখ্যাত গান “ইয়া আলি” তাকে সর্বভারতীয় জনপ্রিয়তা এনে দেয়।
৪. মৃত্যুর আগে তিনি কি কোনো বার্তা দিয়েছিলেন?
হ্যাঁ, তিনি সোশ্যাল মিডিয়ায় ভক্তদের আমন্ত্রণ জানিয়েছিলেন সিঙ্গাপুরের নর্থ ইস্ট ফেস্টিভ্যাল-এ যোগ দিতে।
৫. জুবিন গর্গের বয়স কত ছিল মৃত্যুর সময়?
তার বয়স হয়েছিল ৫২ বছর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।