নিজস্ব প্রতিবেদক: পরিবেশ নিয়ে বিশ্বের মর্যাদাপূর্ণ ছবির প্রতিযোগিতায় ১৬০টি দেশের ১ হাজার ৫২৪ জন আলোকচিত্রীর ২ হাজার ৪৪৫টি ছবির মধ্যে পুরস্কারের জন্য ৫০টি ছবি ‘সেরা ছবির’ সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছে।
পুরস্কৃত ও সংক্ষিপ্ত তালিকার ছবিগুলো নিয়ে লন্ডনে আলোকচিত্র প্রদর্শনী করা হবে।
সারা বিশ্বের আলোকচিত্রীদের পাঠানো ছবির মধ্যে সেরা ৫০টি ছবির তালিকায় স্থান পেয়েছে জুমবাংলার সিনিয়র ফটো সাংবাদিক কমল দাশ। ‘ইটভাটায় শ্রমিকের গায়ে ঘামে আটকে যাওয়া লাল ধুলো’ শিরোনামের ছবিটি সেরা ৫০ ছবির তালিকায় জায়গা করে নিয়েছে। শুধু তাই নয়, ছবিটি সেরা ২০ ‘হৃদয়গ্রাহী’ ছবির পুরস্কারও জিতেছে।
কমল দাশের তোলা ছবিটি ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তার মধ্যে লন্ডনের ডেইলি মেইল পত্রিকা অন্যতম।
পরিবেশ নিয়ে এ প্রতিযোগিতার আয়োজক হলো যুক্তরাজ্যের দ্য চার্টার্ড ইনস্টিটিউশন অব ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট (সিআইডব্লিউইএম)।
আলোকচিত্রী কমল দাস বলেন, ‘সারা বিশ্বের আলোকচিত্রীদের পাঠানো ছবি মধ্যে সেরা ৫০টি ছবির তালিকায় আমার তোলা ছবি স্থান পেয়েছে। এটি জানতে পেরে সত্যিই আমি খুব আনন্দিত। ছবিটি চট্টগ্রামের একটি ইটভাটার। চট্টগ্রাম থেকে গণমাধ্যমে কাজ করার কারণে চট্টগ্রামকে বিশ্বের দরবারে ছবির মাধ্যমে তুলে ধরতে পেরে গর্ববোধ করছি।’
উল্লেখ্য যে, এই প্রতিযোগিতায় বাংলাদেশের পাঁচজন আলোকচিত্রীর ছবি স্থান পেয়েছে। তাদের মধ্যে কমল দাশ অন্যতম। মেধাবী এই তরুণ আলোকচিত্রী এর আগেও ছবির জন্য অনেক আন্তর্জাতিক পুরস্কার লাভ অর্জন করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।