নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: পাঠক গ্রহণ না করলে কোন গণমাধ্যমই টিকে থাকতে পারে না। পাঠকের কাছে গ্রহণযোগ্যতা আছে বলেই জুমবাংলা দীর্ঘ ১৩ বছর সুনামের সঙ্গে টিকে আছে।
শনিবার (১২ নভেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবের এস. রহমান হলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল জুমবাংলার ১৩তম প্রতিষ্ঠবার্ষিকী উপলক্ষে আয়োজিত পাঠক-সুহৃদ সম্মিলনে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এই কথা বলেন।
তিনি বলেন, বর্তমান এই ডিজিটাল সময়ে সংবাদ প্রকাশ করে মানুষের তথা পাঠকের আস্থা অর্জন করা খুব দূরুহ একটি কাজ। সেই কষ্টসাধ্য কাজটি করে দেখিয়েছে জুমবাংলার মতো গুটিকয়েক প্রতিষ্ঠান, যা আমাদের জন্য অত্যন্ত গৌরবের।
আ জ ম নাছির আরও বলেন, একটি গণমাধ্যম টিকে থাকার ক্ষেত্রে পাঠকের চাহিদা ও প্রত্যাশার সঙ্গে সংগতি রাখাটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই কাজটা করার কারণে হয়তো পাঠকেরা কখনোই জুমবাংলা থেকে মুখ ফিরিয়ে নেয়নি এবং প্রয়োজনীয় খবর পাওয়ার জন্য জুমবাংলার ওপর আস্থা রেখে চলেছেন।
বন্দর নগরী চট্টগ্রামের সাবেক মেয়র বলেন, বাংলাদেশে এখন নিবন্ধিত-অনিবন্ধিত হাজার হাজার অনলাইন নিউজ পোর্টাল রয়েছে। তার মধ্যে যেগুলো সত্য ও বাস্তবতার আলোকে যথাযথ তথ্যনির্ভর সংবাদ প্রচারে দৃঢ়তা অর্জন করেছে, সেগুলোই টিকে থাকবে। অন্যগুলো কোনো পাঠকপ্রিয়তা না পাওয়ায় আপনা আপনিই বন্ধ হয়ে যাচ্ছে এবং যাবে।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলহাজ আলী আব্বাসের সভাপতিত্বে এবং জুমবাংলার আবাসিক সম্পাদক ফারুক তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠিত এই পাঠক-সুহৃদ সম্মিলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি সালাহউদ্দিন মোহাম্মদ রেজা, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পরিচালক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি কলিম সরওয়ার, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সিইউজের সাবেক সভাপতি অঞ্জন কুমার সেন, চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ফরিদ মাহমুদ, সিউইজের সহসভাপতি অনিন্দ্য টিটো, প্রেস ক্লাবের নির্বাহী সদস্য দেবদুলাল ভৌমিক, বিশিষ্ট সংস্কৃতিকর্মী ও উচ্চারক আবৃত্তি কুঞ্জের শুভানুধ্যায়ী পরিষদ সদস্য সজল চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সহসভাপতি মনজুর কাদের মনজু, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য আজহার মাহমুদ, সিনিয়র সাংবাদিক দেব প্রসাদ দেবু, সাইফুদ্দিন মো. খালেদ, জাতীয় দৈনিক কালবেলার চট্টগ্রাম ব্যুরোর নিউজ ইনচার্জ রশীদ মামুন, দেশ টিভির বিভাগীয় প্রধান আলমগীর সবুজ, সিনিয়র ফটো জার্নালিস্ট সাইদুল আজাদ, আসিফ ইকবাল, যুবনেতা রায়হান ইউসুফ, সমাজসেবী আইয়ুব চৌধুরী, খায়রুল আনোয়ার চৌধুরী, উচ্চারক আবৃত্তি কুঞ্জের সাধারণ সম্পাদক শামীমা ইয়াছমিন, আবৃত্তিশিল্পী পুনম দত্ত, রোকসানা আফরিন সিলভিয়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।