অনিল চন্দ্র রায়, কুড়িগ্রাম প্রতিনিধি: অনলাইন নিউজ পোর্টাল ‘জুমবাংলা ডট কম’ এ সংবাদ প্রকাশের পর কুড়িগ্রামের ফুলবাড়ীর মমেনা বেওয়া (৬৫) আজ বুধবার বিকালে বয়স্ক ভাতা পেলেন।

বয়স্ক ভাতা পেয়ে স্বস্তি পেলেন অসহায় মমেনা বেগম। মমেনা বেওয়া জানান, বয়স্ক ভাতা পাবো কখনও ভাবিনি। সাংবাদিকদের সহযোগিতায় আজ ভাতা পেলাম। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউএনও মহোদয় এই অসহায় মানুষটার জন্য ভাতার ব্যবস্থা করেছেন।
মমেনা বেওয়া উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের নন্দিরকুটি গ্রামের মৃত কপুর উদ্দিনের স্ত্রী।
গত ১৯ আগস্ট ‘জুমবাংলা ডট কম’ এ ‘পলিথিনের ঘরে থেকেও মমেনার ভাগ্যে জোটেনি সরকারি ঘর’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নির্বাহী অফিসারের দৃষ্টিগোচর হয়। পরে ইউএনও অফিস ও উপজেলা পরিষদের মাধ্যমে তার খোঁজ খবর নেন এবং বয়স্ক ভাতার ব্যবস্থা করেন।
বুধবার বিকালে উপজেলা পরিষদ কার্যালয়ে মমেনা বেওয়ার বয়স্ক ভাতার বই ও নগদ টাকা তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার এবং উপজেলা নির্বাহী অফিসার মোছা. মাছুমা আরেফিন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার জানান, গরিব অসহায় মমেনা বেওয়ার রিপোর্টটি দেখার সঙ্গে সঙ্গে তার খোঁজ খবর নিতে লোক পাঠানো হয়েছে। আপাতত তাকে বয়স্ক ভাতার কার্ড করে দেওয়া হলো। সামনে বরাদ্দ আসলে তাকে সরকারি ঘরও দেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।