ভিডিও কলের সময় চেহারার আদলে তৈরি অ্যাভাটার (ছবি বা ইমোজি) ব্যবহারের সুযোগ চালু করছে জনপ্রিয় ভিডিও কনফারেন্স সফটওয়্যার জুম। এ সুবিধা কাজে লাগিয়ে অনলাইন বৈঠকের সময় অংশগ্রহণকারীরা চাইলে নিজেদের চেহারার বদলে অ্যাভাটার অন্যদের দেখাতে পারবেন। ফলে দীর্ঘ সময় ধরে চলা অনলাইন বৈঠকের সময় নিজেদের চেহারা না দেখিয়ে স্বাচ্ছন্দ্যে অংশ নেওয়া যাবে। গত বুধবার নিজেদের বার্ষিক সম্মেলন ‘জুমটোপিয়া’তে আগামী বছরের শুরুর দিকে অ্যাভাটার ব্যবহারের সুযোগ চালু হবে বলে জানিয়েছে জুম কর্তৃপক্ষ।
সম্মেলনে জুম জানিয়েছে, ভিডিও কলের সময় অ্যাভাটার ব্যবহারের জন্য আগে থেকেই তা তৈরি করে রাখতে হবে। অ্যাভাটারে শরীরের ওপরের অংশ অর্থাৎ মাথা, কাঁধ ও হাত দেখা যাবে। জুমে অনলাইন সভা চলার সময় এআই প্রযুক্তি কাজে লাগিয়ে ব্যবহারকারীর লেখা বার্তাগুলো বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে মুখে উচ্চারণ করবে অ্যাভাটারটি। ফলে ভিডিও কলের অপর প্রান্তে থাকা অন্য ব্যক্তিরা প্রাণবন্ত অ্যাভাটার দেখতে পারবেন।
সম্মেলনে দ্বিতীয় প্রজন্মের এআই সহকারী এআই কম্পানিয়ন ২.০ আনারও ঘোষণা দিয়েছে জুম। নতুন এই এআই সহকারী কাজে লাগিয়ে ব্যবহারকারীরা চাইলে সভায় আদান-প্রদান করা বিভিন্ন নথির সারাংশ লিখে নেওয়ার পাশাপাশি বিভিন্ন কাজ দ্রুত করতে পারবেন। শুধু তাই নয়, জুমে কল চলাকালে বিভিন্ন প্রশ্নেরও উত্তর জানা যাবে। আগামী মাসে জুম ওয়ার্কপ্লেসে এ সুবিধা যুক্ত করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।