জুলাই–অগাস্ট গণঅভ্যুত্থানে শিক্ষার্থী আবু সাঈদ হত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ (সোমবার, ২৯ সেপ্টেম্বর) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ৩০ আসামির বিরুদ্ধে অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।
সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে। এর আগে ২২ সেপ্টেম্বর সপ্তম দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। ওই দিনে ছয় নম্বর সাক্ষী সিয়াম আহসান আয়ানকে পলাতক ২৪ আসামির পক্ষে চার স্টেট ডিফেন্স ও গ্রেপ্তার আসামিদের আইনজীবীরা জেরা করেন।
২১ সেপ্টেম্বর আয়ান সাক্ষ্য প্রদান করেন এবং গুলিবিদ্ধ আবু সাঈদকে হাসপাতালে প্রথম নেওয়ার পুরো ঘটনার বর্ণনা তুলে ধরেন। এর আগে ১৪ সেপ্টেম্বর পঞ্চম দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের লাইব্রেরিয়ান আনুসির রহমানকে জেরা করা হয়। ৮ ও ৭ সেপ্টেম্বর রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. রাজিবুল ইসলাম এবং এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট একেএম মঈনুল হক সাক্ষ্য দেন।
সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছিল ২৮ আগস্ট, আবু সাঈদের বাবা মকবুল হোসেনের জবানবন্দির মাধ্যমে। সেই দিন সাংবাদিক মঈনুল হকও সাক্ষ্য দেন।
গ্রেপ্তার আসামিরা হলেন: এএসআই আমির হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল, আনোয়ার পারভেজ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।