আবু সাঈদ, বেরোবি প্রতিনিধি : জুলাই অভ্যুত্থানেশিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতা,শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ৭১ জন সহআরো অজ্ঞাতনামা ৮০-১০০ জনের বিরুদ্ধে মামলা করলো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়প্রশাসন।
বুধবার (০৭ মে)বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড.মো.হারুন অর রশীদ বাদী হয়ে রংপুর তাজহাট থানায়মামলা দায়ের করেন।
আসামীদের তালিকার মধ্যে রয়েছে ১৩ জন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, ২ জন শিক্ষক, ৩৬ জন ছাত্রলীগ নেতা-কর্মী, ৮জন পুলিশ ও ১২ জন স্থানীয় আওয়ামীলীগ ও অংগসংগঠনের নেতাকর্মী। এছাড়াও ৮০-১০০ জনঅজ্ঞাতনামা আসামী রয়েছে।
আসামীরা হলেন, ১। পোমেল বড়ুয়া (৩০)ছাত্রলীগ সভাপতিবেগমরোকেয়া বিশ্ববিদ্যালয়, ২। মাহফুজুর রহমানশামিম(২৭)বেরোবিশাখারছাত্রলীগ সেক্রেটারী, ৩। মাসুদুল হাসান, বেরোবি শাখাছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক, ৪।বাবুলহোসেন(২৭), দপ্তরসম্পাদক,)৫। ধনঞ্জয় কুমারদাসওরফেটগর(২৮) সাংগঠনিক সম্পাদক, বেরোবিছাত্রলীগ, ৬।বিধানবর্মন(২৭)ছাত্রলীগ, বেরোবিশাখাসহসভাপতি),৭। গ্লোরিয়াস ফজলেরাব্বী(২৭)বেরোবিসহআমারমামলাসভাপতিছাত্রলীগ, ৮। তানভিরআহমেদতানভির(২৭)ছাত্রলীগ নেতা(বেরোবি), ৯।শাহিদহাসানসিদ(২৮)যুগ্মসম্পাদক (বেরোবিশাখাছাত্রলীগ), ১০। মমিনুলহকনং-০৬ (২৭) সহসভাপতি(বেরোবিশাখাছাত্রলীগ), ১১। আখতারহোসেন(২৭)সহসভাপতি(বেরোবিশাখাছাত্রলীগ) ১২।মোঃশাহীনইসলাম(২৯) সহসভাপতি(বেরোবিশাখাছাত্রলীগ)১৩। সাব্বির হোসেনওরফেরিয়ান(২৫)প্রচারসম্পাদক (বেরোবিশাখা, ১৪। সাখাওয়াত হোসেন(২৬)ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক ১৫।মৃত্যুঞ্জয় রায়(২৩)১৬।মোশাররফ হোসেন(২৩)উপপ্রচার সম্পাদক (বেরোবিশাখাছাত্রলীগ), ১৭।আব্দুল্লাহ আলনোমান(২৫),সহ-সভাপতি বেরোবি ছাত্রলীগ ১৮।মোঃরিফাতহোসেন(২৫)উপসমাজসেবা বিষয়কসম্পাদক (বেরোবি),১৯।ফরহাদহোসেনএলিট(২৬)২০।আবিরশাহরিয়ার অনিক(২৫)২১।আরিফুজ্জামান ইমন(২৭)উদ্যোক্তা উদ্ভাবন বিষয়কসম্পাদক (বেরোবি),২২।গাজিউররহমান(২২)মাদ্রাসা বিষয়কসম্পাদক (বেরোবি),২৩।ইমরানচৌধুরীআকাশ(২৮)যুগ্মসাধারণসম্পাদক (বেরোবি),২৪।সেজানআহম্মেদ ওরফেআরিফ(২৬)সাংগঠনিক সম্পাদক (বেরোবি),২৫।আরাফাতরহমানআবির(২৪)পরিবেশবিষয়কসম্পাদক (বেরোবি),২৬।শোয়াইবুল ইসলামওরফেসাল্লু(২৫)উপস্কুলবিষয়কসম্পাদক (বেরোবি),২৭।আব্দুল্লাহ আলরায়হান (২৫)সামাজিক যোগাযোগ বিষয়ক, ২৮।অমিতহাসানওরফেঅমিত(২২)গণশিক্ষা বিষয়কসম্পাদক (বেরোবি),২৯।মাহমুদুর রহমান(হৃদয়)(২৩)(উপঅটিজমবিষয়কসম্পাদক (বেরোবি),৩০।পিপাসআলী(২৫)সাংগঠনিক সম্পাদক (বেরোবি),৩১।মানিকচন্দ্রসেন(২৪)উপ-ক্রিড়া সম্পাদক (বেরোবি) ছাত্রলীগ, ৩২।আরিফহোসেন(২৪)ছাত্রলীগ নেতা(বেরোবি),৩৩।সিয়ামআরাফাত(২৩)ক্রিয়া সম্পাদক ছাত্রলীগ (বেরোবি),৩৪।নাফিউলইসলাম(২২)ছাত্রলীগ কর্মী,৩৫।আবুসালেহনাহিদ(২৫)ছাত্রলীগ কর্মী(বেরোবি),৩৬।বায়োজিদ মোস্তাফি (২৭)ছাত্রলীগ কর্মী(গণিতবিভাগ),৩৭।মশিউররহমান,সহকারীঅধ্যাপক (গণিতবিভাগ)(বেরোবি),৩৮।আসাদুজ্জামান মন্ডলআসাদ(৪০),সহযোগীঅধ্যাপক (লোকপ্রশাসন বিভাগ)(বেরোবি),৩৯।হাফিজুর রহমানতুফান(৪০) সহকারী রেজিষ্টার, ৪০।আমিরহোসেন(৩৮)কর্মচারী (বেরোবি),৪১।মনিরুজ্জামান (পলাশ)। (৪০) সেকশনঅফিসার(বেরোবি),৪২।(E64HD) তৌহিদুল ইসলাম(জনি)(৪৫),উপরেজিস্ট্রার (নিরাপত্তা শাখা),৪৩।(E64HP) রাফিউলহাসানরাসেল(৪৮)সহকারীরেজিষ্ট্রার প্রক্টর অফিস(বেরোবি),88।(E64E1) নুরনবী(৪২),মাষ্টার রোলকর্মচারী (বেরোবি), ৪৫। মোঃ নুরআলম(৪০)নিরাপত্তা শাখারকর্মচারী, চতুর্থশ্রেণীর কর্মচারী ইউনিয়ন সভাপতি,হাতেহাতছিল,৪৬।মোকতারুল ইসলাম(৪০),সহকারীরেজিস্ট্রার (ডেসপাসশাখা)(বেরোবি),৪৭।আশিকুন্নাহার টুকটুকি (৩৫),সেমিনার সহকারী(বেরোবি),৪৮।মোছাঃমাহবুবা আক্তার(৩৮)উপরেজিস্ট্রার (সমাজবিজ্ঞান বিভাগ),৪৯।মাহবুবার রহমান(বাবু)পরীক্ষা নিয়ন্ত্রন দপ্তরের (কর্মচারী) তৃতীয়শ্রেণীকর্মচারী ইউনিয়ন সভাপতি,৫০।মোঃআপেল(৩৫)প্রক্টর অফিসেরকর্মচারী, ৫১। আবুলকালামআজাদ(৪২)সাবেকভিসিরপিএ,নিরাপত্তা দপ্তরের কর্মকর্তা ৫২।জিকরুলমাহবুবশোভন(৪০), পিতা-আফজাল, তাজহাট থানাআওয়ামীলীগের যুগ্মসাধারণসম্পাদক ৫৩।শামিমহাসানহিটন(৪০),পিতা-মৃতঃআবুলকালাম২৮নংওয়ার্ড যুবলীগকর্মী,আশরতপুর, রংপুর।৫৪।শাহারিয়ার নয়ন(৩৫)মহানগরযুবলীগকর্মী,৫৫।ইশাকরিজন,পিতা-মোঃমাসুদ,সাং-আশরতপুর চকবাজার ২৮নংওয়ার্ড ছাত্রলীগ কর্মী,৫৬।আহসানহাবিবলালন(৩২),পিতা-মৃতঃলরেস,সাং-আশরতপুর ২৮ নং যুবলীগকর্মী,৫৭।আলআমিন(৪০),পিতা-পাষানমিয়া,সাং-চকবাজার আশরতপুর ২৮ নং ওয়ার্ড যুবলীগকর্মী,৫৮।সায়িরবিনআশরাফআনন্দ(২২),পিতা-আশরাফমামুন,সাং-আশরতপুর ২৮নংওয়ার্ড ছাত্রলীগ কর্মী,৫৯।আতিকুলবারীজামিন(৪২),পিতা-আঃরাজ্জাক, সাং-আশরতপুর সহসভাপতিতাজহাটথানা(স্বেচ্ছাসেবক লীগ),৬০।জাকিরমুসা(৪০),এরশাদনগর২৮নংওয়ার্ড স্বেচ্ছাসেবক কর্মী,৬১।মেহেদীহাসানসিদ্দিক রনি(৩২),সাধারণসম্পাদক যুবলীগ(রংপুরজেলা),৬২।মোঃনয়ন (৪০),কোর্টপাড়া চকবাজার ১৮নংওয়ার্ড আওয়ামীলীগ কর্মী(চকবাজার), ৬৩।শিপন(৫০),তাজহাটথানারযুবলীগসেক্রেটারী, রংপুর,৬৪।মোঃআলইমরানহোসেন(৪০),সহকারীপুলিশকমিশনার, রংপুর,৬৫।আরিফুজ্জামান (৪৫),সহকারীপুলিশকমিশনার, রংপুর,৬৬।রবিউলইসলাম(ওসি),তাজহাটথানা,৬৭।বিভূতিভূষনরায়,ফাঁড়িইনচার্জ, ৬৮।সুজনচন্দ্ররায়,কনস্টেবল, ৬৯।আমিরআলী,কনষ্টেবল, ৭০।মোঃআবুমারুফহোসেন,উপপুলিশকমিশনার, রংপুর,৭১।মোঃশাহানুর আলমপাটোয়ারী, অতিরিক্ত পুলিশউপকমিশনার, রংপুর।
তাজহাট থানার ওসি মো: শাহ আলম সরদার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন,৭১ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে।
১৯ ব্যাংকের মূলধন ঘাটতি বেড়ে ১ লাখ ৭১ হাজার কোটি টাকা ছাড়িয়েছে
প্রসঙ্গত, মামলার এজহারে উল্লেখকরেনে গত ১১জুলাই, ১৫জুলাইও ১৬জুলাই২০২৪ইং
দুপুর ২.০০টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১নং গেট সংলগ্ন মহাসড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলো। এ সময় আওয়ামীলীগ,ছাত্রলীগ, যুবলীগএবংআওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা,কর্মী ও চিহ্নিত সন্ত্রাসী আসামীগণ শিক্ষার্থীদের ওপর , লাঠিসোটা,লোহাররড,ছোড়া,বেকি,রামদা,কিরিচ,ইটপাটকেল,হাতবোমা, আগ্নেয়াস্ত্র, পিস্তলসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে শিক্ষার্থীদের ওপর আক্রমণ করে। এছাড়াও পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে ছররা গুলি টিয়ার গ্যাস ছুড়ে। এতে ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ শহীদ হন।এছাড়া অনেক শিক্ষার্থী আহত হন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।