জুলাই গণঅভ্যুত্থানে অজ্ঞাতনামা শহীদ হিসেবে দাফন করা ১১৪ জনের পরিচয় শনাক্তের গুরুত্বপূর্ণ প্রক্রিয়া আজ শুরু হচ্ছে। রায়েরবাজার কবরস্থান থেকে লাশ উত্তোলন করে সংগ্রহ করা হবে ডিএনএ নমুনা।
আজ রোববার (৭ ডিসেম্বর) সকালে রাজধানীর রায়েরবাজার কবরস্থান থেকে অজ্ঞাতনামা শহীদদের লাশ উত্তোলনের কাজ শুরু করবে সিআইডি। উত্তোলনের পর প্রতিটি লাশের ময়নাতদন্ত সম্পন্ন করে ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে এবং পরে যথাযথ প্রক্রিয়ায় আবার দাফন করা হবে বলে জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।
তিনি বলেন, “রোববার সকাল থেকেই সিআইডির টিম সেখানে কাজ করবে। সব প্রক্রিয়া শেষ করে ডিএনএ পরীক্ষা মাধ্যমে সঠিক পরিচয় শনাক্ত করা হবে।”
লাশ উত্তোলনের আগে রায়েরবাজার স্মৃতিসৌধ–সংলগ্ন এলাকায় ব্রিফিং করবেন সিআইডির প্রধান মো. দিবাগত উল্লাহ। এ সময় ফরেনসিক বিশেষজ্ঞ লুয়িস ফনডিব্রাইডার, ফরেনসিক অ্যানথ্রোপোলজিস্ট এবং ফরেনসিক কনসালট্যান্টসহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন।
জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ হারানো অজ্ঞাত শহীদদের পরিচয় জানতে এই উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তদন্তসংশ্লিষ্টরা।
জানা যায়, শহীদদের দাফনস্থল সিটি করপোরেশনের উদ্যোগে বিশেষভাবে মার্বেল পাথর ও টাইলস দিয়ে সুরক্ষিত করা হয়েছে। জুলাই আন্দোলনে অজ্ঞাতনামা শহীদদের লাশ উত্তোলনের প্রস্তুতি হিসেবে কবরস্থান এলাকায় তাবুও স্থাপন করা হয়েছে।
গত ৪ আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পুলিশের আবেদনের প্রেক্ষিতে লাশ উত্তোলনের নির্দেশ দেন। পুলিশের পক্ষে আবেদনটি করেন মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহিদুল ইসলাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



