জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীর উদ্দীন পাটওয়ারী বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়েই আগামী নির্বাচন হবে।
তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের যেসব কর্মচারী ভোট ডাকাতির সঙ্গে জড়িত ছিল আমরা তাদের পদত্যাগ চেয়েছিলাম কিন্তু এ পর্যন্ত হয়নি। এখন আমাদের যে জুলাই সনদ হবে সেখানে এই নির্বাচন কমিশনের সংস্কার প্রক্রিয়া এসেছে। জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ার মধ্য দিয়েই আগামী নির্বাচন হবে।’
আজ রবিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে নাসীর উদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন। এসময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ন সদস্য সচিব এডভোকেট জহিরুল ইসলাম মুসা উপস্থিত ছিলেন।
নাসীর উদ্দীন পাটওয়ারী বলেন, গত ১৫ বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি। আর এখন যদি কেউ ভোট দিতে যায় গণতান্ত্রিক প্রক্রিয়ায়, সে প্রক্রিয়া তারা বাধাগ্রস্ত করছে।
যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ বলেন, ‘আজ সিইসি জানিয়েছেন শিগগিরই প্রবাসীদের ভোটাধিকার প্রদানের কার্যক্রম শুরু করবেন। এই বিষয়ে প্রতি ১৫ দিন পর পর উনারা অনলাইন ব্রিফিং করবেন। প্রবাসী ভাই বোনেরা জানতে পারবেন তারা কোথায় কিভাবে ভোট দিতে পারবেন।’
এডভোকেট জহিরুল ইসলাম মুসা বলেন, ইসির পর্যবেক্ষণের আলোকে আজ আমরা নতুন কিছু ডকুমেন্ট জমা দিয়েছি। আমরা আশা করছি ইসি আমাদের যে নিবন্ধন প্রক্রিয়া আছে তার পরের ধাপে অগ্রসর হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।