নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “জুলাই সনদ হতে হবে, জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন হবে। জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। নির্বাচিত যে সরকার আসুক, এই সনদ বাস্তবায়নে বাধ্যবাধকতা থাকবে।”
মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় গাজীপুরের রাজবাড়ি সড়কে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “৫ আগস্টের মধ্যে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র হতেই হবে। এর বিকল্প আমরা দেখতে চাই না। সরকার সনদের খসড়া প্রকাশ করেছে। জুলাই সনদ শুধু সংস্কার হলে হবে না, এটি কীভাবে বাস্তবায়ন হবে, সে বিষয়ে ঐক্যমত হতে হবে।”
নাহিদ ইসলাম আরও বলেন, “এবারের আন্দোলন শুধুই সরকারের পতনের জন্য নয়, বরং ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামো কেমন হবে, জনগণের অধিকার ও নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে— তা নির্ধারণের জন্য এই পদযাত্রা। জুলাই সনদের মধ্য দিয়েই আমরা সেই কাঠামোর রূপরেখা তুলে ধরেছি।”
এ সময় তিনি সনদের দ্রুত আইনি স্বীকৃতি ও বাস্তবায়ন রূপরেখা প্রণয়নের দাবিও জানান।
ইতোপূর্বে এনসিপি ‘জুলাই সনদ’ নামে একটি রাজনৈতিক রূপরেখা প্রকাশ করেছে, যেখানে নির্বাচন প্রক্রিয়া, সাংবিধানিক সংস্কার ও রাষ্ট্র পরিচালনায় জনসম্পৃক্ততার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। দলটির দাবি, এই সনদের ভিত্তিতেই ভবিষ্যতের নির্বাচন ও শাসন কাঠামো নির্ধারিত হতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।