স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের আতঙ্ক অনেকটা পিছিয়ে দিতে পারে আইপিএল সিজন-১৩। আপাতত ১৫ এপ্রিল পর্যন্ত আইপিএল স্থগিত। যা শুরু হওয়ার কথা ছিল ২৯ মার্চ। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ১৫ এপ্রিলের পর আদৌ আইপিএল কি শুরু করা যাবে? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। তাই প্ল্যান-বি এর রাস্তায় হাঁটতে পারে বিসিসিআই। সেক্ষেত্রে আইপিএল হতে পারে জুলাই-সেপ্টেম্বর উইন্ডোতে।
করোনাভাইরাসের গতিপ্রকৃতির ওপরই নির্ভর করছে আইপিএলের ভবিষ্যৎ। ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় আইপিএল হয়েছিল মাত্র ৩৭ দিনে। সেই সময়টুকু পাওয়া গেলে প্রতিদিন দুটো করে ম্যাচ দিয়ে আইপিএলের সব ম্যাচ করা সম্ভব।
পরিবর্তিত পরিস্থিতিতে জুলাই-সেপ্টেম্বর উইন্ডোতে আইপিএল করা যেতে পারে। কারণ ওই সময় এশিয়া কাপ ছাড়া আর কোনও খেলা নেই। এশিয়া কাপ বাদ দিলে ভারতের জুন-জুলাই মাসে শ্রীলঙ্কা সফর রয়েছে। তিন ম্যাচের ওডিআই এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে লঙ্কানরা। এই সময় নিউ জিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের মতো দেশগুলির কোনও সফরসূচি নেই। পরিস্থিতি পর্যালোচনা করে চলতি মাসের শেষেই আবার আইপিএল নিয়ে বৈঠকে বসবে গভর্নিং কাউন্সিল। তথ্যসূত্র: জিনিউজ বাংলা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।