হৃতিকের জন্য ১ হাজার গাছ লাগাবেন জুহি

হৃতিক ও জুহি

বিনোদন ডেস্ক : ১০ জানুয়ারি ছিল বলিউডের জনপ্রিয় তারকা হৃতিক রোশনের জন্মদিন। প্রতি বছরই বিশেষ এই দিনে প্রিয় নায়ককে একঝলক দেখার জন্য তার মুম্বাইয়ের বাড়ির সামনে ভিড় জমান ভক্তরা। বারান্দায় এসে হাত নাড়েন হৃতিকও। তবে এবার কোভি ডের কারণে দেখা দেননি এই তারকা।

হৃতিক ও জুহি

সাধারণ ভক্তদের পাশাপাশি বলিউডের অনেক তারকার কাছেও ভীষণ প্রিয় হৃতিক রোশন। জন্মদিন উপলেক্ষ অভিনেতার জন্য ১ হাজারটি গাছেন চারা রোপণ করবেন বলে এদিন জানিয়েছেন অভিনেত্রী জুহি চাওয়া।

‘ডর’ অভিনেত্রী নিজেই জানিয়েছেন সে কথা। হৃতিককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, ‘তোমার জন্য হাজারটি গাছ উপহার। তুমি খুবই ভালো একজন অভিনেতা। পর্দায় যখনই তোমায় দেখি অবাক হই। অভিনয়, নাচ, সুদর্শন চেহারা, আন্তরিকতা— কোনও কিছুরই অভাব নেই তোমার। ঈশ্বর তোমার মঙ্গল করুন।’

নিজের বাচ্চাকে ডাস্টবিনে ছুড়ে ফেলা সেই মা গ্রেফতার

উল্লেখ্য, কখনও একসঙ্গে অভিনয় করেননি হৃতিক-জুহি। কিন্তু দুজনের বন্ধুত্ব অনেক গাঢ়। শাহরুখ-পুত্র আরিয়ানের জন্মদিনেও ৫০০টি চারা রোপণ করেছিলেন জুহি। পরিবেশ নিয়ে সচেতন বলিউড অভিনেত্রীর এমন উদ্যোগ, উপহার ভক্তরাও বেশ উপভোগ করেন।