জুমবাংলা ডেস্ক : ২ নভেম্বর থেকে জেএসসি পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে ১১ নভেম্বর পর্যন্ত। বুধবার জেএসসি পরীক্ষার এ সূচি আন্তঃশিক্ষাবোর্ড তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। এবারই প্রথম পরীক্ষা শুরুর পাঁচ মাস আগে সূচি প্রকাশ করা হলো।
এর আগে অন্তত তিন বা চার মাস আগে রুটিন প্রকাশ করা হয়েছে।
সূচিতে দেখা গেছে, নির্ধারিত দিনে সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে। পরীক্ষার্থীরা সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। কোনো শিক্ষার্থী মোবাইল ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবে না। কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। আগের মতোই শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ বাধ্যতামূলক করা হয়েছে।
জেএসসি সূচি
২ নভেম্বর বাংলা, ৪ নভেম্বর ইংরেজি, ৫ নভেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ৬ নভেম্বর ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা, খ্রিষ্টধর্ম ও নৈতিক শিক্ষা, ৭ নভেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ৯ নভেম্বর গণিত এবং ১১ নভেম্বর বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রুটিনে দেখা গেছে, অন্যান্য বারের চেয়ে পরীক্ষার সময়কাল কমিয়ে আনা হয়েছে। এ ছাড়া গত বছর অনিয়মিত পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হওয়ায় বিষয়ও কমে দাঁড়িয়েছে মাত্র ১০টিতে। ফলে অন্যান্য বারের মতো বিকেলের সেশনেও কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।