‘জেএসসি-জেডিসি পরীক্ষা বাতিল করা হয়েছে’-এমন শিরোনামে সংবাদ প্রচার হয়েছে দেশের কয়েকটি জাতীয় দৈনিক ও অনলাইন পোর্টালগুলোতে। তবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, এখনো জুনিয়র স্কুল সার্টিফিকেট ও জুনিয়র দাখিল সার্টিফিকে পরীক্ষা বাতিলের কোনো সিদ্ধান্ত হয়নি।
তিনি বলেন, জেএসসি পরীক্ষা বাতিলের কোন সিদ্ধান্ত এখনো হয়নি। করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এখনো রয়েছে। তবে, পরীক্ষা হবে কি না সে বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেয়া হয়নি।
করোনার মহামারী রোধে গত ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ইতোমধ্যেই ৩১ আগস্ট পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। সংসদ টিভি, রেডিও ও বিভিন্ন ভার্চুয়াল মাধ্যম ব্যবহার করে অনলাইনে শিক্ষার্থীদের পাঠদান চালিয়ে নেয়ার নির্দেশনা দিয়েছে সরকার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।