গেমিংয়ের জন্য হ্যান্ডহেল্ড ডিভাইস বর্তমানে বেশ জনপ্রিয়। যেকোনো জায়গায় যেকোনো মুহূর্তে গেম খেলার সুবিধা পাওয়া যায় এসব ডিভাইসে। বাজার ও গ্রাহকের চাহিদার কথা বিবেচনায় এবার হ্যান্ডহেল্ড গেমিং ডিভাইস বাজারে আনছে জেড-পকেট গেম (জেডপিজি)। ডিভাইসটির নাম রাখা হয়েছে এ-ওয়ান ইউনিকর্ন।
ডিভাইসটি চীনের ই-কমার্স সাইট আলিএক্সপ্রেসে শিগগিরই উন্মোচন করা হবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি। এরই মধ্যে এ-ওয়ান ইউনিকর্নের সম্পূর্ণ ডিজাইন এবং স্পেসিফিকেশন প্রকাশ করেছে জেডপিজি। আর সম্ভাব্য মূল্য ধরা হয়েছে ২১৭ ডলার।
২০২৩ সালের নভেম্বরে এ-ওয়ান ইউনিকর্ন বাজারে আনার ঘোষণা দিয়েছিল গেম কনসোল নির্মাতা প্রতিষ্ঠান জেড-পকেট গেম। যদিও ওই ঘোষণার পর ডিভাইসটি সম্পর্কে বেশি তথ্য জানায়নি তারা। তবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, এ-ওয়ান গেমিং হ্যান্ডহেল্ডের প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৯৯ চিপ। স্টোরেজ হিসেবে থাকছে ৬ জিবি র্যাম। ডিসপ্লে সেকশনে থাকবে ৪ ইঞ্চির স্কয়ার প্যানেলের আইপিএস ডিসপ্লে, যার রেজল্যুশন ৭২০x৭২০ পিক্সেল। এছাড়া ৪ হাজার ৫০০ মিলি অ্যাম্পায়ার ব্যাটারির সঙ্গে থাকছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা।
এদিকে এ-ওয়ান ইউনিকর্নের হ্যান্ডহেল্ড ডিভাইসের পাশাপাশি গেম বাবল নামে আরো একটি গেমিং ডিভাইস বাজারে আনার কথা জানিয়েছে জেডপিজি। যদিও এ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানায়নি কোম্পানিটি। নতুন আরো গেমিং ডিভাইস বাজারে আনার মাধ্যমে নিজের গেমিং গিয়ায়ের লাইনআপ সম্প্রসারিত করতে কাজ করছে জেডপিজি। গিজচায়না
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.