আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রাষ্ট্র-নিয়ন্ত্রিত তেল কোম্পানি আরামকো’র সর্ববৃহৎ তেল ডিপোতে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। ইয়েমেনের সেনা মুখপাত্র ইয়াহিয়া সারিয়ি বলেছেন, জেদ্দায় আরামকোর বৃহত্তম তেল ডিপোতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। খবর পার্সটুডে’র।
তিনি বলেন, এছাড়া সৌদি আরবের রাস তানুরা ও রাবিগ্ব তেল শোধনাগারে ড্রোন হামলা চালানো হয়েছে। সেইসঙ্গে রাজধানী রিয়াদের একাধিক স্পর্শকাতর স্থাপনায়ও হামলা চালানো হয়েছে বলে সারিয়ি জানান। সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিযান ও নাজরান শহরেও আরামকোর তেল স্থাপনায় ড্রোন হামলা চালানোর খবর দিয়েছেন ইয়েমেনের সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি। তিনি বলেন, ইয়েমেনের ওপর সৌদি আরবের গত সাত বছরের ভয়াবহ আগ্রাসনের জবাবে এসব হামলা চালানো হয়েছে।
তার এ ঘোষণার আগে সৌদি আরবের রাষ্ট্র-নিয়ন্ত্রিত গণমাধ্যম জানিয়েছিল, জেদ্দার বিভিন্ন অবস্থান লক্ষ্য করে ড্রোন ও রকেট হামলা চালিয়েছে ইয়েমেনের সেনাবাহিনী। আল-মাসিরা টেলিভিশনে ইয়েমেনের সেনাবাহিনীর একটি বিবৃতি প্রকাশিত হয়েছে যেখানে তারা শুক্রবারের অভিযানকে ‘নিষেধাজ্ঞা ভাঙার অভিযান-৩’ নাম দিয়েছে।
২০১৫ সালের ২৫ মার্চ থেকে ইয়েমেনের ওপর ভয়াবহ আগ্রাসন শুরু করে সৌদি আরব। ওই আগ্রাসন শুরুর সপ্তম বার্ষিকীর দিন আগ্রাসী শক্তির বিরুদ্ধে ধারাবাহিক সফল অভিযান চালাল ইয়েমেনের সশস্ত্র বাহিনী।
এ খবর সম্পর্কে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সৌদির বৃহত্তম তেলের ডিপোতে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন। এতে তেলের ডিপোটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে এই ঘটনায় হতাহত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। দেশটিতে মোটরগাড়ির প্রতিযোগিতা ‘ফর্মুলা ওয়ান রেসে’র ঠিক আগে দেশটিতে এমন ঘটনা ঘটল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।