আন্তর্জাতিক ডেস্ক : বাগদাদে মার্কিন বিমান হামলায় ইরানের কুদস ফোর্সের কমান্ডার জেনারেল সোলেইমানিকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ হত্যায় উদ্বেগ প্রকাশ করেছেন।
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক টেলিফোনালাপে এ হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন।
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলাপ করতে ম্যাক্রোঁকে ফোন করেন পুতিন। ইরানের শীর্ষ জেনারেলের হত্যাকাণ্ডে উদ্বেগ প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়বে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাতে ইরানের সংবাদমাধ্যম পার্স টুডে বিষয়টি জানিয়েছে।
এর আগে সোলেমানিকে হত্যার বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) জানায়, ‘প্রেসিডেন্টের নির্দেশক্রমে মার্কিন সামরিক বাহিনী বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের রক্ষার উদ্দেশে কাসেম সোলাইমানিকে হত্যার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে।’
হামলার কারণ হিসেবে পেন্টাগনের বিবৃতিতে বলা হয়, ‘হামলাটি চালানো হয়েছে ভবিষ্যতে ইরানকে হামলার পরিকল্পনা থেকে বিরত রাখার উদ্দেশে। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের নাগরিকদের রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, তারা বিশ্বের যে প্রান্তেই থাকুক না কেন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।