স্যামসাং গ্যালাক্সি এস২৩ স্মার্টফোন নিয়ে সবধরনের টেস্ট চলছে। ধারণা করা হচ্ছে যে, এ স্মার্টফোনের মাধ্যমে জেনারেশন লিপ ঘটবে। কয়েকটি সেকশনে গ্যালাক্সি এস২২ এর সাথে এটির ব্যাপক পার্থক্য থাকবে।
Samsung Galaxy S23 Ultra Qualcomm-এর নতুন Snapdragon 8 Gen 2 চিপ দ্বারা চালিত হবে। এটি এখন আর কোন গোপন বিষয় নয়। স্পেসিফিশনের অনেক কিছুই ইন্টারনেটে ফাস হয়েছে। একটি প্রাথমিক পরীক্ষায় দেখা যায় যে, S22 আল্ট্রার এক্সিনোস চিপের থেকে নতুন স্মার্টফোনের কোয়ালকম চিপসেট বেশ এগিয়ে আছে। এর ফলে স্যামসাং-এর আসন্ন প্রিমিয়াম স্মার্টফোন বেশ এগিয়ে থাকবে।
ইউরোপে Samsung Galaxy S22 Ultra-এর বেশ সমালোচনা ছিলো। বিশ্বের অনেক দেশে স্মার্টফোনটির Exynos 2200 চিপসেট ব্যবহার করা হয়েছে। এটি Snapdragon 8 Gen 1-এর কার্যক্ষমতা এবং দক্ষতার থেকে পিছিয়ে ছিলো। S23 Ultra-এর ইউরোপীয় সংস্করণ, যা Qualcomm-এর সর্বশেষ Snapdragon 8 Gen 2 CPU ব্যবহার করবে বলে জানা গেছে৷ সেক্ষেত্রে এই সমস্যাটির আপাতত সমাধান হয়েছে।
স্মার্টফোনটির সিঙ্গেল কোর কর্মক্ষমতা 25% বৃদ্ধি পেয়েছে এবং মাল্টি কোর কর্মক্ষমতা 45% বৃদ্ধি পায়। গ্রাফিক্স পারফরম্যান্সের উন্নতি ঘটেছে। পাশাপাশি এনার্জি এফিসিয়েন্সির জায়গায় স্যামসাং এর নিজস্ব চিপসেট থেকে কোয়ালকম স্ন্যাপড্রাগনের চিপসেট ৮৮ শতাংশ বেটার পারফর্ম করেছে।
যদিও Apple-এর A16 Bionic সবার থেকে এক ধাপ এগিয়ে আছে বলে মনে হচ্ছে। Qualcomm এর চিপসেট বেশ শক্তিশালী ও হাই-এন্ড অ্যান্ড্রয়েড পণ্য ফোনের সক্ষমতা বৃদ্ধির জন্য এ প্রসেসর বেশ জনপ্রিয়।
যারা ভিডিও গেমিংয়ের এর জন্য মোবাইল ক্রয় করে থাকে তাদের জন্য কোয়ালকমের চিপসেট থাকাটা বেশ কাজে দেয়।
Samsung Galaxy S22 Ultra-এর Exynos 2200 প্রসেসর অনেক চাপের মধ্যে ভালো পারফর্ম করতে পারে না। এ ধরনের সমস্যা Snapdragon 8+ Gen 1 চিপসেটে নেই। Snapdragon 8 Gen 2 চিপসেট ২০২৩ সালে আসন্ন প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ডিভাইসগুলির জন্য বড় ধরনের আশীর্বাদ হতে যাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।