নিজস্ব প্রতিবেদক : আজ শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে, গত সপ্তাহের মতো চালের দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে। কেজিতে ২ থেকে ৩ টাকা করে চালের দাম বেড়েই চলেছে। বর্তমান বাজারে প্রতি কেজি মিনিকেট চাল ৬০ টাকা, নাজিরশাইল ৮৫ থেকে ৬০ টাকা, বিআর-২৮ ৩৮ টাকা, স্বর্ণা ৩৩ টাকা, পুরাতন চিনিগুঁড়া চাল ১১৫ টাকা এবং নতুন চিনিগুঁড়া চাল ৯৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
শীত মৌসুম হওয়ায় সব ধরনের শীতকালীন সবজি বাজারে পর্যাপ্ত রয়েছে। সবজির বাজার ঘুরে দেখা যায়, বাজারে প্রতি কেজি নতুন আলু ৩০ টাকা, বেগুল মান ভেদে ৬০-৮০ টাকা, শিম ৫০ টাকা, মুলা ৩০ টাকা, কাঁচা পেঁপে ৩০ টাকা, টমেটো ৬০ টাকা, কাঁচা মরিচ ৮০ টাকা, গাজর ৪০ টাকা, ঢেঁড়শ ১৪০ টাকা, করলা ১২০ টাকা, শসা ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এছাড়া প্রতি পিস ফুলকপি ও বাঁধাকপি ৩৫-৪০ টাকা, লাউ ৮০-১০০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, পেঁয়াজের কলি ১০ টাকা আঁটি বিক্রি হতে দেখা গেছে।
মাংসের বাজার ঘুরে দেখা যায়, গরুর মাংস আগের নির্ধারিত মূল্যে ৫৫০ ঢাকাতে বিক্রি হচ্ছে। মুরগির মাংসের দাম কিছুটা কমেছে সপ্তাহের ব্যবধানে। ফার্মের মুরগি কেজি প্রতি ১১৫-১২০ টাকা, কক মুরগি ১৮০ টাকা, পাকিস্তানি মুরগি ২২০ টাকা, দেশি মুরগি ৪৫০ টাকা, হাঁস প্রতি পিস ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
মাছের বাজার ঘুরে দেখা যায়, শীত মৌসুমেও বাজারে পর্যাপ্ত ইলিশের সরবরাহ রয়েছে। দামও তুলনামূলক কম। এক কেজির ছোট সাইজের ইলিশ ৫০০ থেকে ৮০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।
এছাড়া সাইজ ভেদে প্রতি কেজি বড় সাইজের রুই মাছ ৪০০ টাকা, তেলাপিয়া ১৬০ টাকা, বড় সরপুঁটি ২০০ টাকা, পাবদা মাছ ৬০০ টাকা, ছোট মাছ ৩০০-৪৫০ টাকা, রূপচাঁদা মাছ ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।