স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। স্বভাবতই সেমিফাইনালের দৌড়ে আছেন টাইগাররা। তাতে আরও এগিয়ে যেতে সোমবার আফগানিস্তানের মুখোমুখি হচ্ছেন তারা।
এর আগে একটি খবর শুনে খুশি হতে পারেন বাংলাদেশি সমর্থকরা। এই ম্যাচে প্রিয় দলের জয়ের সম্ভাবনা আছে ব্যাপক, ৭৮ শতাংশ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) অন্তত তাই বলছে।
প্রতি ম্যাচে মুখোমুখি হওয়ার আগে দুদলের জয়ের সম্ভাবনা প্রকাশিত হয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার ওয়েবসাইটে। স্বাভাবিকভাবেই বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে এটি। এতে টাইগারদের ৭৮ শতাংশ জয়ের সম্ভাবনার কথা বলা হয়েছে। বিপরীতে আফগানদের সেই সম্ভাবনা ক্ষীণ, মাত্র ২২ শতাংশ।
এ ক্ষেত্রে উভয় দলের বিশ্বকাপের পারফরম্যান্স আমলে নেয়া হয়েছে। দ্বাদশ আসরে দারুণ খেলছে বাংলাদেশ। প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন, শেষ পর্যন্ত লড়ছেন টাইগাররা। এখন পর্যন্ত ছয় ম্যাচে ২ জয়, ৩ পরাজয় ও ১ পরিত্যক্তে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে তারা।
দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পাশাপাশি নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার বুকে কাঁপন ধরিয়ে ছেড়েছেন লাল-সবুজ জার্সিধারীরা। শ্রীলংকার বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে ভেসে গেছে। কেবল ইংল্যান্ডের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি তারা।
নাজুক অবস্থা আফগানিস্তানের। ছয় ম্যাচে ৬ হারে টেবিলের তলানিতে আফগানরা। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলংকা, অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেননি তারা। শুধু ভারতের সঙ্গে লড়াই করে যুদ্ধবিধ্বস্ত দেশটির দলটি।
জুমবাংলা/এসআর/
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।