লাইফস্টাইল ডেস্ক : তাড়াহুড়ো করতে গিয়ে গরম কফি বা চায়ে চুমুক দিয়ে ফেলেছেন? আর সঙ্গে সঙ্গে পুড়ে গিয়েছে জিভ? চায়ের কাপে তুফান তোলা বাঙালি হলে, আপনি নিশ্চয় এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন।
এমন অবস্থায়, ওই পোড়া জিভ নিয়ে টানা কয়েকদিন ঠিকমতো খেতে না-পারা বা খেলেও খাবারের কোনও স্বাদ না-পাওয়ার অভিজ্ঞতাও নতুন কিছু নয় আপনার কাছে। কিন্তু জানেন কি, গরম কিছু খেতে গিয়ে জিভ পুড়ে গেলে চটজলদি কী করলে একটু স্বস্তি পাবেন আপনি?
১) ফ্রিজে যদি আইসক্রিম থাকে, তাহলে অল্প অল্প করে ওই আইসক্রিম খান। তাৎক্ষণিক হলেও স্বস্তি পাবেন। চাইলে, এক টুকরো বরফকে পুড়ে যাওয়া অংশে আলগা করে বোলাতে পারেন।
২) মধু শুধু খেতেই মধুর নয়, এর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণও কিছু কম নয়। যা জিভের জ্বালা কমাতে সাহায্য করে। তাই জ্বালা-পোড়ায় এক চামচ মধু মুখে রাখুন। স্বস্তি পাবেন।
৩) পোড়া জিভের চিকিৎসার সেরা প্রতিকার দই। ধীর ধীরে কয়েক চামচ দই খেয়ে নিন, চটজলদি উপকার পাবেন।
৪) ছোটবেলায় জিভ পুড়ে গেলে সামান্য চিনি খাওয়ানো হত আমাদের। আপনি চাইলে এখনও সেই টোটকার দ্বারস্থ হতে পারেন। জিভে কিছু চিনি ছড়িয়ে দিন আর তারপর তা ধীরে ধীরে জিভেই গলে যাওয়ার জন্য অপেক্ষা করুন। কিছুক্ষণ পরে অনুভব করবেন, জ্বালা-পোড়া অনেকটাই চলে গিয়েছে।
৫) সবশেষে মনে রাখবেন, বিভিন্ন ধরনের পোড়া ও জখমের চিকিৎসার অন্যতম ঘরোয়া উপায়, অ্যালোভেরার ব্যবহার। অ্যালোভেরা জেল ক্ষতিগ্রস্ত কোষগুলোকে দ্রুত সারিয়ে তোলে। এমনকি মুখের ভেতরে হলেও।
পাতে গরম গরম খাবার বেড়ে দিলে ভাল লাগে ঠিকই। তবে খেয়াল রাখবেন:
•তরল জাতীয় কিছু খুব গরম অবস্থায় খাবেন না। চা, কফি বা অন্যকিছু।
•সব খাবারই সহনীয় তাপমাত্রায় এলে তারপরই খাওয়া উচিত।
•জিভ পুড়ে গেলে লেবু, কমলালেবু বা আনারস খেলে জ্বালা আরও বাড়তে পারে।
তবে জিভ বেশি জ্বলে গেলে বা জ্বালা করলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।