লাইফস্টাইল ডেস্ক : আমাদের প্রাত্যহিক জীবনযাত্রাকে আরেকটু সহজ ও ঝামেলাবিহীন করে তুলতে যাপনপদ্ধতির কিছু না কিছু পরিবর্তন আমরা নিজেরাই করে নিই। যেসব ছোট ছোট কৌশলে আমরা যাপনপদ্ধতির পরিবর্তন করি, সেগুলোকে বলা হয় ‘লাইফ হ্যাকস’। ওয়ান থাউজ্যান্ড লাইফ হ্যাকস ডটকমের মাধ্যমে এমন কিছু যাপনকৌশল তুলে ধরছেন ইউসুফ পারভেজ ।
২৩৬. যখন কোথাও ট্রাভেলিং এ যাবেন বা ট্রাভেল শেষ করে বাড়িতে ফিরে আসবেন স্যুটকেস এ কখনও নোংরা কাপড় ও পরিষ্কার কাপড় একসাথে মিক্স আপ করবেন না।
২৩৭. আপনি যদি কারও নাম জিজ্ঞেস করেন তাহলে তার পুরো নাম জিজ্ঞাসা করবেন। তাকে এটা ভাবতে দিবেন যেন আপনি তার লাস্ট নামটা জানতে চাচ্ছেন।
২৩৮. আপনি যদি ইউটিউবে মিউজিক শুনতে চান তাহলে ক্রোম ব্রাউজার ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করেন। ওখানে ডেস্কটপ ভিউ এর অপশন আছে। এতে করে পুরো ইউটিউবের সব ফাংশন ব্যবহার করতে পারবেন।
২৩৯. লাল গোলাপ ভালবাসার প্রতীক। হলুদ হচ্ছে বন্ধুত্বের প্রতীক। পিংক গোলাপ কৃতজ্ঞকে নির্দেশ করে। কমলা রঙ আকাঙ্ক্ষাকে নির্দেশ করে। সাদা গোলাপ বলতে বিশুদ্ধতা বুঝায়।
২৪০. যখন আপনি নতুন কোন ডায়েরিতে নোট করা শুরু করবেন তখন প্রথম পেজ ফাঁকা রাখবেন। পুরো ডায়েরিতে নোট করা শেষ হয়ে গেলে পেজ নম্বর দিতে পারবেন ও টেবিল সাজাতে পারবেন।
বি. দ্র : সৃষ্টির আদি থেকে প্রতিনিয়ত যাপনপদ্ধতির পরিবর্তন করে সামনের দিকে এগিয়েছে মানুষের জীবনযাত্রা। আবশ্যকীয় সেই পরিবর্তনগুলো লিপিবদ্ধ হয়েছে বিভিন্ন দেশের ইতিহাসে। পাঠকদের জীবনযাত্রার ইতিবাচক পরিবর্তনের স্বার্থে ধারাবাহিকভাবে নতুন যাপনপদ্ধতিগুলো পাঠকের কাছে তুলে ধরছে জুমবাংলা লাইফস্টাইল ডেস্ক। আগামী পর্বে থাকছে সেগুলোর ২৪১-২৪৫ কিস্তি।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel