টেক মোগল হয়েও ফোন ব্যবহারের ব্যাপারে বেশ সচেতন বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি ও অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। বেজোস নিজের ও সঙ্গিনীর জন্য তৈরি করে নিয়েছেন ফোন ব্যবহারের অলিখিত এক নিয়ম। বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তাঁর বর্তমান সঙ্গী সাবেক টিভি সাংবাদিক লরেন সানচেজ। তাঁরা দুজনেই ফোন ব্যবহারের বিষয়ে একটি নিয়ম মেনে চলেন।
নিয়মটি অবশ্য বেজোসের তৈরি করা। তাঁর নিজস্ব এই নীতিতে সকালবেলা মুঠোফোন ব্যবহারের কোনো সুযোগ নেই। ঘুম থেকে ওঠার কয়েক ঘণ্টা পর্যন্ত মুঠোফোন ব্যবহার করেন না এই প্রভাবশালী দম্পতি। দিনের শুরুতেই ফোনের পেছনে সময় নষ্ট না করে কোয়ালিটি টাইম কাটানোয় স্বাচ্ছন্দ্য বোধ করেন তাঁরা।
লরেন সানচেজ একটি প্রতিবেদনে জানান, ‘সকালে উঠে আমি নিজের ও জেফের জন্য কফি তৈরি করি। এ সময় দুজন বিভিন্ন বিষয়ে কথা বলে মুহূর্তটুকু উপভোগ করি আমরা। বাচ্চারাও তখন উঠে না, আর আমরাও নিজেদের নিয়মমতো ফোন তখন ব্যবহার করি না। তখন আমাদের মনোযোগ অন্যদিকে নেওয়ার কেউ থাকে না।’
উল্লেখ্য, সানচেজের সাবেক স্বামীর তিন সন্তান এখন তাঁর সঙ্গেই আছেন। তিনি আর বেজোস একসঙ্গে আছেন ২০১৯ সাল থেকে। সকালে মুঠোফোন ব্যবহার না করার এই নিয়ম তাঁরা বেশ কঠোরভাবেই মেনে চলেন। সকালটা অন্তত নিজেদের দিতে চান এই যুগল।
সানচেজ এ বিষয়ে বলেন, ‘যতটুকু সময় সম্ভব সকালটা শুধু আমাদের। কোনো রকম স্ক্রিনটাইমিং ছাড়া দুজনের বসে থাকা আর গল্প করা সঙ্গে সকালের কফি উপভোগ করার এই মুহূর্ত সম্পর্কে অনেক পার্থক্য তৈরি করে। এটি আমার দিনের সবচেয়ে প্রিয় একটা সময়।’পৃথিবীর প্রভাবশালী ব্যক্তিদের একজন হলেও বেজোস সকালে উঠেই কাজ শুরু করতে পছন্দ করেন না। এই বিলিয়নিয়ার অনেক জায়গাতেই বলে থাকেন, ‘রাইজ অ্যান্ড গ্রিন্ড’ ধরনের লোক তিনি নন। অর্থাৎ সকালে উঠেই কাজে লেগে যাওয়া তাঁর স্বভাবসুলভ নয়। তাই সকাল ১০টার আগে তিনি কখনো কোনো মিটিংও রাখেন না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।