Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: জেরুজালেমের ওল্ড সিটিতে সোমবার সন্ধ্যায় এক পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করা এক ব্যক্তিকে ইসরাইলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলি করে হত্যা করেছে। পুলিশ একথা জানায়। খবর এএফপি’র।
পুলিশের মুখপাত্র মিকি রোসেনফেল্ড এএফপি’কে বলেন, হামলাকারীকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এক পুলিশ সদস্য সামান্য আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারা ঘটনার পর সন্দেহভাজন হামলাকারীর রক্তাক্ত লাশ মাটিতে পড়ে থাকতে দেখেছেন।
জেরুজালেমের হাদাসা হাসপাতালের এক বিবৃতিতে বলা হয়, ১৯ বছর বয়সী এক পুলিশ সদস্যের বুকে ছুরি মারা হলেও তিনি জ্ঞান হারাননি। এতে তিনি সামান্য আহত হয়েছেন।
এদিকে পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ঘটনাস্থলের কাছে অবস্থান করা এক নারী পুলিশের গুলিতে সামান্য আহত হয়েছেন।
অধিকৃত পূর্ব জেরুজালেমের ওল্ড সিটির কেন্দ্রস্থলে এ হামলা চালানো হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।