জেলেনস্কির ডিক্রির জবাবে যা বলল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি মঙ্গলবার একটি ডিক্রি জারি করে বলেছেন, ‘যুদ্ধ বন্ধে রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কোনো ধরনের আলোচনা করবেন না তিনি’।

ইউক্রেনের প্রেসিডেন্ট বুঝিয়েছেন যদি পুতিন প্রেসিডেন্ট না থাকেন তাহলেই রাশিয়ার সঙ্গে ইউক্রেনের আলোচনা হবে।

জেলেনস্কির এ ডিক্রি জারির পর এর জবাব দিয়েছেন পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ।

তিনি বলেছেন, যদি ইউক্রেন আলোচনায় না বসে তাহলে তাদের ‘বিশেষ সামরিক অভিযান’ শেষ হবে না।

তিনি আরও বলেছেন, আমরা বর্তমান প্রেসিডেন্টের (জেলেনস্কির) সিদ্ধান্ত পরিবর্তনের জন্য অপেক্ষা করব। অথবা পরবর্তী প্রেসিডেন্ট তার অবস্থান (জেলেনস্কির সিদ্ধান্ত) পরিবর্তন করা পর্যন্ত অপেক্ষা করব।

এর আগে মঙ্গলবারই রাশিয়ার সংসদের নিম্ন কক্ষ দুমা ইউক্রেনের চারটি অঞ্চল দোনেৎস্ক, লুহানেস্ক, জাপোরিঝিয়া ও খেরসনকে রাশিয়ার অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে অনুমোদন দিয়েছে।

জানা গেছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ অনুমোদনের বিষয়টিতে স্বাক্ষর করে এটি আইনে পরিণত করবেন।

সূত্র: দ্য গার্ডিয়ান